দলিত মহিলার মুখে কালি মাখিয়ে জুতোর মালা পরিয়ে ঘোরানো হল ওড়িশার গ্রামে

খাপ পঞ্চায়েত বসিয়ে মহিলাকে ‘শাস্তি’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পরে আতঙ্কে গ্রাম ছেড়ে গা ঢাকা দিয়েছেন নির্যাতিতা।

Must read

প্রতিবেদন: অমানবিক ঘটনা বিজেপির ওড়িশায়। ঋণের মাত্র ২০০০ টাকা শোধ করতে না পারায় এক দলিত মহিলাকে প্রচণ্ড মারধর করা হল। শুধু তাই নয়, মুখে কালি মাখিয়ে জুতোর মালা পরিয়ে ওই মহিলাকে ঘোরানো হল গ্রামের রাস্তাতেও। ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটেছে ওড়িশার অনুগুল জেলায়। নাকাচি পঞ্চায়েতের কান্দাহাল গ্রামে। খাপ পঞ্চায়েত বসিয়ে মহিলাকে ‘শাস্তি’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পরে আতঙ্কে গ্রাম ছেড়ে গা ঢাকা দিয়েছেন নির্যাতিতা। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, ঘটনার পরে বেশ কয়েকদিন কেটে গেলেও কাউকেই এখনও গ্রেফতার করা হয়নি। গেরুয়া প্রভাবশালী মহলের চাপে পড়েই পুলিশ আড়াল করছে অপরাধীদের। অভিযোগ গ্রামবাসীদের।

আরও পড়ুন-জোর বাঁচল নগরপালের গাড়ি, এক শ্রেণির মিডিয়ার কুৎসা আর অপপ্রচারের জবাব দিলেন ডিসি ট্রাফিক

প্রায় একই ধরনের ন্যক্কারজনক ঘটনার সাক্ষী হয়েছে পাশের রাজ্য ঝাড়খণ্ডও। চোর সন্দেহে এক মহিলার চুল কেটে জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়েছে গ্রামের রাস্তায়। লজ্জাজনক এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গিরিডিতে। ডুমরি থানার পিপরালি গ্রামে। ওই মহিলাকে হেনস্থা করা হয় রবিবার সন্ধ্যায়। চোর অপবাদ দিয়ে প্রায় অর্ধনগ্ন করে টেনে হিঁচড়ে তাঁকে নিয়ে যাওয়া হয় রাস্তায়। তারপরে লাঠি দিয়ে ব্যাপক প্রহার। এই নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় ভর্তি করে হাসপাতালে। গ্রেফতার করা হয়েছে ৩ মহিলাকে।

Latest article