আমেদাবাদ: মোদির গুজরাতে দলিত নির্যাতন ক্রমশই হয়ে উঠছে মাত্রাছাড়া। মন্দিরে প্রবেশের অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে পিছড়েবর্গদের। এমনই এক অমানবিক ঘটনার সাক্ষী হল হিম্মতনগর। মন্দিরে যাওয়ার পথেই আক্রান্ত হলেন দলিত যুবক শৈলেশ সোলাঙ্কি। বালুচপুরের কাছে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করার সময়ই আক্রান্ত হন তিনি। তাঁকে জাত তুলে গালিগালাজ করার পরে প্রচণ্ড মারধর করা হয়।
আরও পড়ুন-আড়াই দিনে ইনিংস জয় ভারতের
তারপরে স্কুটারে চাপিয়ে কয়েক কিলোমিটার দূরে রাস্তায় ছেড়ে দেওয়া হয় শৈলেশকে। হুমকি দেওয়া হয়, আর কখনও মন্দিরের ধারেকাছে দেখা গেলে পরিণতি হবে ভয়ঙ্কর। পুলিশে দায়ের করা অভিযোগে শৈলেশ জানিয়েছেন, স্থানীয় একজন ব্যক্তিই মূলত হামলা চালায়। তাঁর গন্তব্য জানতে চায়। জানতে চায় জাতও। দেখাতে বলে আধার কার্ড। তারপরেই ঝাঁপিয়ে পড়ে তাঁর উপরে। পুলিশ গ্রেফতার করেছে মূল অভিযুক্তকে। এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে মোদিরাজ্যে।
প্রশাসনের অপদার্থতার দিকে আঙুল তুলেছে আমজনতা।