উচ্চবর্ণের মত পোশাক পরায় মোদীরাজ্যে দলিত যুবককে বেধড়ক মারধর

গুজরাটের (Gujrat) আহমেদাবাদে ২৪ বছরের এক দলিত যুবক নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছুদিন আগেই পাগড়ি ও সানগ্লাস পরে ছবি আপলোড করেছিলেন।

Must read

বিনা দোষেই মোদীরাজ্যে (Modi) দলিত (Dalit) নির্যাতনের অভিযোগ উঠল। যুবকের অপরাধ ছিল তিনি উচ্চবর্ণের লোকজনের মত পোশাক পরিধান করেছিলেন। তাই দলিত এই যুবককে বেধড়ক মারধর করা হয়েছে। গুজরাটের (Gujrat) আহমেদাবাদে ২৪ বছরের এক দলিত যুবক নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছুদিন আগেই পাগড়ি ও সানগ্লাস পরে ছবি আপলোড করেছিলেন। এই কারণেই তাঁকে বেধড়ক মারধর করে কিছু উচ্চবর্ণের মানুষ। উত্তর গুজরাটের সবরকান্থা জেলায় হিমতনগর তালুকার সায়েবাপুরে গ্রামে ১৭ জুলাই এই যুবককে নির্মমভাবে পেটানো হয়। ঘটনায় একটি এফআইআর দায়ের হয়েছে।

আরও পড়ুন-মুম্বইয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত ১

পেশায় অটোচালক অজয় পারমার নামের এই দলিত যুবককে বেধড়ক মারধর করে চারজন। জানা গিয়েছে, ওই চারজন দরবার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তারা আবার নিজেদের ক্ষত্রিয় বলে দাবি করে। নির্যাতিত যুবক তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান এদিন অটো করে বাড়ি ফেরার সময় নভনগরের কাছে তাঁকে অভিযুক্তরা অটো থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। ইনস্টাগ্রাম প্রোফাইলে তাঁর ছবি নিয়ে আপত্তি তুলে অভিযুক্তরা তাকে মারে। তিনি আরো জানিয়েছেন, অভিযুক্তরা তাঁকে জানায় শুধু দরবার সম্প্রদায়ের লোকজনের সাফা (পাগড়ি) ও সানগ্লাস পরার অধিকার রয়েছে। এরপর মারধর শুরু করে। ইনস্টাগ্রাম থেকে ছবিটি সরিয়ে নিতে বলে। কোনও মত তিনি সেদিন বেঁচে ফিরেছেন। শুধু তাই নয়, গ্রামে একদল ব্যক্তি তাঁর উপর চড়াও হয় ও তাঁর বাবাকে রীতিমত অপমান করে ও চড় মারে বলেও জানান তিনি।

আরও পড়ুন-‘শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা’ ২১শে জুলাইয়ের স্মৃতিচারণ মুখ্যমন্ত্রীর

ঘটনার এক ঘণ্টা পর গোটা বিষয়টি পুলিশে জানানো হয়। জানা গিয়েছে, ওই গ্রামে তাঁরাই একমাত্র দলিত পরিবার। বাকি সকলে দরবার সম্প্রদায়ের। পুলিশ তরফে খবর ঘটনার তদন্ত শুরু হয়েছে। বেশ কয়েকজন অভিযুক্ত পলাতক। উল্লেখ্য, বিজেপি রাজ্য মধ্যপ্রদেশের অশোকনগর জেলাতে মে মাসে একটি ছেলের বিরুদ্ধে মহিলাকে উত্যক্ত করে ও প্রবীণ দলিত দম্পতিকে বেঁধে মারধর করার অভিযোগ প্রকাশ্যে আসে। পরানো হয় জুতোর মালা। সবমিলিয়ে দলিতদের ওপর অত্যাচার ক্রমাগত বেড়েই চলেছে। ভারতের বিভিন্ন রাজ্যে দলিতদের ওপর এভাবে নির্যাতন যে প্রগতিশীল ও সভ্য সমাজের জন্য বেশ উদ্বেগজনক, সেই বিষয়ে সন্দেহ নেই। সাংবিধানিক সুরক্ষা এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব থাকা সত্ত্বেও দলিতদের বিরুদ্ধে সহিংসতা বেড়েই চলেছে তাও আবার খোদ মোদীরাজ্যে।

Latest article