ভারতের বিভিন্ন রাজ্যে দলিতদের ওপর হওয়া অত্যাচার যে কোনো প্রগতিশীল ও সভ্য সমাজের জন্য উদ্বেগজনক। আজকের দিনে দাঁড়িয়ে এমন ঘটনা লজ্জারও। দলিত পরিবারের বছর পনেরো নাবালিকার সঙ্গে ব্রাহ্মণ পরিবারের বছর তেইশের যুবকের সম্পর্ক গোপন ছিল না গ্রামের কারও কাছেই। কিন্তু এর মাঝেই অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোক জানতে পারেন তাদের মেয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা। এরপর তরুণীর বাড়ি থেকে বিয়ের প্রস্তাব যেতেই বেঁকে বসেন অভিযুক্ত যুবক সহ তাঁর পরিবার। পুরো ঘটনার অভিযোগ জানিয়ে থানার দারস্থ হন দলিত পরিবার সহ তরুণী। আর তাতেই ঘা লাগে গ্রামের উচ্চবর্ণের পরিবারগুলির। এরপর একজোট হয়ে মামলা প্রত্যাহারে চেষ্টা করে ব্যর্থ হওয়ায় গ্রামের আড়াইশো দলিত পরিবারকে সামাজিক বয়কটের ডাক দিয়েছে তাঁরা।
আরও পড়ুন- ডাক্তারদের ধর্না মঞ্চে আচমকাই মুখ্যমন্ত্রী! ভূয়সী প্রশংসা জহর সরকারের মুখে
বেঙ্গালুরু থেকে পাঁচশো কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে কর্নাটকের যাদগীর এলাকায়। গ্রামের উচ্চবর্ণের পরিবারগুলি এক যোগে দলিতদের বয়কট করায় বিপাকে পড়ছে প্রশাসন সহ দলিত পরিবারগুলি। একদিকে দলিত পরিবারগুলি ফসল কাটা, অন্যান্য কায়িক শ্রমের কাজ যেমন পাচ্ছে না তেমনই তাদের দোকান থেকেও বিক্রি বন্ধ। এই পরিস্থিতিতে স্থানীয় পুলিশ সুপার গ্রামের দুই সম্প্রদায়ের প্রবীণদের নিয়ে বৈঠক করলেও অবস্থা স্বাভাবিক হওয়ার নাম নেই। যদিও পুলিশ প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা বা কারও বিরুদ্ধে মামলা দায়ের হয়নি। আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে প্রশাসন।