প্রতিবেদন : অসাবধানতাবশত মন্দিরের রথের চাকা ছুঁয়ে ফেলেছিলেন এক দলিত যুবক। সেই অপরাধে সংশ্লিষ্ট গ্রামের সব দলিত পরিবারকে একঘরে করে দিল উচ্চবর্ণের কিছু মানুষ। একঘরে করে দেওয়ার কারণে দোকানে দলিতদের কোনও জিনিস বিক্রি করা হচ্ছে না। ওষুধ, জামাকাপড়ের দোকান, হোটেল কোথাওই তাঁরা কিছু কিনতে পারছেন না। পুলিশ এবং প্রশাসনকে জানিয়েও দলিতদের এই সমস্যা মেটেনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত কর্নাটকের রায়চূড় জেলার (Raichur village karnataka) সিন্দানুর তালুকের তিড়িগোল গ্রামে। এই গ্রামে প্রায় শতাধিক দলিত পরিবারের বাস। আচমকা এই সামাজিক বয়কটের কারণে তাঁরা চরম সমস্যায় পড়েছেন।
দেশের বর্তমান রাষ্ট্রপতি দলিত সম্প্রদায়ের মানুষ। রাষ্ট্রপতির দলিত পরিচয়কে তুলে ধরে কেন্দ্রের প্রধান শাসকদল বিজেপি ব্যাপক প্রচার করেছিল। তার পরেও বিজেপি শাসিত কর্নাটকের এক গ্রামে একঘরে করা হল দলিতদের। এ ঘটনা প্রমাণ করে যে, বিজেপি যা করে সেটা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে। রাষ্ট্রপতি নির্বাচন মিটে যেতেই তারা দলিতদের কথা ভুলে গিয়েছে।
আরও পড়ুন-মার্কিন সংবাদপত্রে বিজ্ঞাপন: মোদির ভারতে ধ্বংস হয়েছে আইনের শাসন
৩০ সেপ্টেম্বর তিড়িগোল (Raichur village karnataka) গ্রামের হনুমান মন্দিরের রথযাত্রা উৎসব ছিল। সেখানেই ভুল করে রথের চাকা ছুঁয়ে ফেলেন এক যুবক। তার পরই দলিতদের উপর চড়াও হন উচ্চবর্ণের কিছু মানুষ। মন্দিরে প্রবেশের জন্য কয়েকজন দলিতকে মারধরও করা হয় বলে অভিযোগ। কিন্তু বিষয়টি সেখানেই শেষ হয়নি। এরপর ওই গ্রামের দলিতদের একঘরে করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সিন্দানুরের ডেপুটি পুলিশ সুপার ভেঙ্কটাপ্পা নায়েক জানিয়েছেন, গ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তাঁরা আশা করছেন।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…