প্রতিবেদন : কার্যত বাকি রইল না আর কেউই। ক্ষোভ মেটাতে বঙ্গ বিজেপির প্রথম সারির প্রায় সব নেতাকেই নতুন কমিটিতে জায়গা দেওয়া হল। আড়ালে অনেকে তাই বিজেপির নতুন কমিটিকে ড্যামেজ কন্ট্রোল কমিটিও বলতে শুরু করেছেন। সবমিলিয়ে রাজ্য বিজেপির নতুন কার্যকরী কমিটিতে জায়গা দেওয়া হল ১০৮ জনকে।
আরও পড়ুন-নিম্নচাপ তৈরি হচ্ছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
কিন্তু তারপরও নেতা-কর্মীদের ক্ষোভ-বিক্ষোভ মিটছে না বলেই খবর। নতুন কমিটিতে শুভেন্দু ছাড়া অধিকারী পরিবারের আর কারও ঠাঁই হয়নি। যেমন ঠাঁই হল না দুই বিক্ষুব্ধ নেতা সায়ন্তন বসু ও রীতেশ তিওয়ারির। বঙ্গ বিজেপির এই কার্যনির্বাহী কমিটির পাশাপাশি এদিন আমন্ত্রিত সদস্যদের তালিকাও ঘোষণা হয়। সেখানে জায়গা পেলেন ৪৮ জন। রাজ্যের সমস্ত সাংসদ ও বিধায়ককেও বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে রাখা হয়েছে।