ডানা ঝাপটাল গভীর রাতে ধামারায় ল্যান্ডফল

রাত থেকে শুরু হয়ে গেল বৃষ্টি

Must read

প্রতিবেদন : স্থলভাগে আছড়ে পড়ল ‘ডানা’ (Cyclone Dana)। হাওয়া অফিসের পূর্বাভাসমতো নিজের তাণ্ডব দেখাল এই ঘূর্ণিঝড়। বৃহস্পতিবার মধ্যরাতে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে ‘ডানা’র ল্যান্ডফল হল।
ল্যান্ডফলের সময় গতিবেগ ছিল ১২০ কিমি প্রতি ঘণ্টা। ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত পুরী থেকে সাগরদ্বীপ। উত্তর পশ্চিম বঙ্গোসাগরে তীব্র ঘূর্ণিঝড় ডানার (Cyclone Dana) ঘূর্ণায়মান সর্বোচ্চ গতিবেগ ছিল ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে মধ্যরাতের আগে স্থলভাগের কাছাকাছি এসে এর গতিবেগ কমে হয় সর্বোচ্চ ১২০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা হাওড়া, হুগলি, বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কিছু এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা।
পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতিবেগ ছিল ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সর্বোচ্চ ৯০ কিলোমিটার গতিবেগে দুই ২৪ পরগনার উপর দিয়ে ঝড় বয়েছে। ১-২ মিটার জলোচ্ছ্বাসের সম্ভাবনা পূর্ব মেদিনীপুরে। ০.৫-১ মিটার জলোচ্ছ্বাসের সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। কাঁচা বাড়ি, বিপজ্জনক বাড়ি, কাঁচা রাস্তা, শস্যের ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে। প্লাবিত হয়েছে নিচু এলাকা। একাধিক জায়গায় গাছ উপড়ে গিয়েছে। প্রশাসনের তরফে সেগুলি দ্রুত সরানোর ব্যবস্থা শুরু হয়েছে।

আরও পড়ুন-রাত জেগে নবান্নে মুখ্যমন্ত্রী, বাড়ি যেতে বললেন মহিলাদের

Latest article