টোল চেয়ে বিপদ, যোগী-রাজ্যে টোল প্লাজায় চলল বুলডোজার

সেই ভিডিয়ো দ্রুত গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন মত্ত অবস্থায় ছিলেন ওই বুলডোজার অপারেটর।

Must read

ঔদ্ধত্যের চূড়ান্ত নিদর্শন যোগী রাজ্যে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাপুর জেলায় পিলখুয়ার ছাজারসির একটি টোল প্লাজায় (Toll Plaza) এক বুলডোজার অপারেটরের কাছে টোল ফি চেয়ে বিপাকে পড়ল টোল প্লাজার কর্মীরা। এর পরিণতি কী হতে পারে ন্যূনতম ভাবনা তাদের মাথায় আসে নি। টোল চাইতেই ক্ষেপে যান বুলডোজার অপারেটর। রাগে বুলডোজার চালিয়ে ওই টোলপ্লাজার বেশ কয়েকটি বুথ ভেঙে গুঁড়িয়ে দিলেন নিমেষের মধ্যে। অকস্মাৎ এই ঘটনায় রীতিমত হতবাক টোল প্লাজার কর্মীরা। ঘটনার ভিডিয়ো রেকর্ড করে রেখেছেন তাঁরা। সেই ভিডিয়ো দ্রুত গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন মত্ত অবস্থায় ছিলেন ওই বুলডোজার অপারেটর।

আরও পড়ুন-বোলারদের দাপটে জিতল পাকিস্তান

খবর পেয়ে ঘাতক বুলডোজার অপারেটরকে গ্রেফতার করেছে পুলিশ। বুলডোজারটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সুপার অভিষেক ভার্মা এই মর্মে জানিয়েছেন, অভিযুক্তরা ব্যক্তি ওই টোল প্লাজার কমপক্ষে দুটি বুথ ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। সেখানকার সিসিটিভি ক্যামেরাগুলির ক্ষতি করেছেন। সকাল সাড়ে আটটা নাগাদ মদ্যপান করেছিলেন অভিযুক্ত বুলডোজার অপারেটর। নিয়ম মাফিক টোল কর্মচারীরা অভিযুক্ত চালককে জানিয়েছিলেন, ওই টোল প্লাজা পার করতে গেলে টোল ফি দিতে হবে। শুনেই উগ্র রূপ ধারণ করেন তিনি। বুলডোজারের রিপার অংশ দিয়ে ওই বুথে ভাঙচুর শুরু করেন। যদিও এই ঘটনায় টোল প্লাজার কর্মচারীরা পালিয়ে বেঁচেছেন। চারদিকে হইচই পড়লেও চালক ভাঙচুর থামায়নি বলেই খবর। টোল প্লাজার কর্মচারীরা ভিডিয়ো করেন সম্পূর্ণ ঘটনার।

আরও পড়ুন-অন্যায্য গোল, স্বপ্নভঙ্গ ভারতের

ঘটনার পর চালক বুলডোজার নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মত্ত অবস্থায় থাকায় দিকবিদিক শূন্য হয়ে পথচারীদের চাপা দেওয়ারও চেষ্টা করে। পুলিশ পুরো ঘটনার ভিডিয়ো হাতে পেয়েছে। পিলখুয়া টোল প্লাজায় কিভাবে ভাঙচুর করা হয় এবং টোল কর্মীদের আঘাত করার চেষ্টা করা হয় সেটা স্পষ্ট ধরা পড়েছে ওই ভিডিওতে। বুলডোজার অপারেটরের বিরুদ্ধে সরকারি সম্পত্তির ভাঙচুর করা-সহ, ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারাগুলিতে মামলা নথিভুক্ত করা হয়েছে।

Latest article