বঙ্গ

বন্ধ হল দার্জিলিং-কালিম্পং সড়কপথ

সময়ের আগেই বর্ষা ঢুকেছে উত্তরের জেলায় (North Bengal)। তার মধ্যে বেশ কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে দার্জিলিংয়ে (Darjeeling)। সাথে রয়েছে তিস্তা নদীতে জলস্ফীতি। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে পড়ছে। ইতিমধ্যেই একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। বৃষ্টিতে পাহাড় উপভোগ করার জন্য অনেকেই কালিম্পং গিয়েছেন। তাদের জন্য সমস্যা গুরুতর হয়ে উঠছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সাবধান করা হয়েছে। ঝুঁকি নিয়ে প্রবল বৃষ্টিতে রাস্তায় না বের হওয়ার অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন-ইডি-র আবেদন খারিজ, জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

এক নাগাড়ে প্রবল বৃষ্টির ফলে দার্জিলিং-কালিম্পং সড়ক একপ্রকার বন্ধ হয়ে গিয়েছে। তিস্তার জল বেড়ে যাওয়ার পরে এখন পেশকের রাস্তার উপর দিয়ে জল বইছে। স্বাভাবিকভাবেই ওই এলাকায় গাড়ি চলাচল এখন বন্ধ করা হয়েছে। তিস্তাবাজার ও সংলগ্ন এলাকার বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে। কালিম্পং জেলা প্রশাসন, দুর্যোগ মোকাবিলা দফতর গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। ১০ নম্বর জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ করা হয়নি। যদিও সাবধানতা অবলম্বন করার কথা বলা হয়েছে কারণ বেশ কয়েকটি জায়গায় রাস্তার উপর জল উঠে এসেছে। নতুন করে বেশ কয়েকটি জায়গায় ধস নামছে। লিকুভির, রবিঝোরা এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বালুখোলা ও লিকুভিরে ধস নামার ফলেই ১০ নম্বর জাতীয় সড়ক আংশিক বন্ধ ছিল।

আরও পড়ুন-নাগরিক পরিষেবায় আরও গতি আনতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে উত্তরের জেলায় দুর্যোগ কমার কোনও সম্ভাবনা নেই। অসম, মেঘালয়, সিকিম ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলিতে কমপক্ষে আরো চার পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা প্রবল। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, বেশ কয়েকটি নদীর জলস্তর বাড়ছে যা রীতিমত আশঙ্কার।

Jago Bangla

Recent Posts

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

19 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago