রিতিশা সরকার, শিলিগুড়ি: ১০০ দিনের টাকার (100 days of work) দাবিতে মোদি সরকারের প্রতিবাদের দাবিতে পুড়ছে পাহাড়। অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর (Abhishek Banerjee) ডাকে সই সংগ্রহে কাজে নেমেছেন পাহাড়ের বঞ্চিত সাধারণ মানুষ। দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং জেলার বিভিন্ন ব্লকগুলিতে সই সংগ্রহের কাজ চলছে জোরকদমে। পাহাড়ে প্রত্যন্ত গ্রাম এলাকায় রাস্তা তৈরির কাজ থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের মেরামতি মাটি কাটা-সহ নানা কাজ করে থাকে প্রচুর মানুষ। কিন্তু কেন্দ্রীয় সরকার ১০০ দিনের টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছে পাহাড়ে প্রচুর শ্রমজীবী মানুষ। ১০০ দিনের (100 days of work) টাকা না পাওয়া এই মানুষগুলি খুবই ফুটছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এই বিষয়ে হিল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শান্তা ছেত্রি বলেন, দার্জিলিং কার্শিয়া ও কালিম্পং জেলার বিভিন্ন ব্লকের সংগ্রহের কাজ চলছে। কয়েকদিনের মধ্যে সেই সংগ্রহের কাজ শেষ করে তা কলকাতায় পাঠিয়ে দেওয়া হবে। অন্যদিকে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া নকশালবাড়ি ফাঁসিদেওয়া ও খড়িবাড়ি ব্লকে সই সংগ্রহের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এই তিনটি ব্লকে ব্লক সভাপতিরা ১০০ দিনের কাজের টাকা না পাওয়া বঞ্চিত মানুষগুলি ও আবাস যোজনা থেকে বঞ্চিত মানুষগুলির সই সংগ্রহ করেছে। এই বিষয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সমতল চেয়ারম্যান অলক চক্রবর্তী জানান, ইতিমধ্যে শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকার বিভিন্ন ব্লকের সই সংগ্রহের কাজ শেষ করা হয়েছে। কয়েক হাজার সই সংগ্রহ করে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন- দুঃস্থ মেধাবীদের জন্য স্কলারশিপ