প্রতিবেদন : দার্জিলিং মেলের যাত্রাপথ বাড়ল। আগামী ১৫ অগাস্ট থেকে দার্জিলিং মেল কোচবিহার পর্যন্ত যাবে। এতদিন জলপাইগুড়ি পর্যন্ত যেত। তৃণমূল কংগ্রেসের তরফে বারে বারে দাবি করা হচ্ছিল সুপারফাস্ট ট্রেনের যাত্রাপথ কোচবিহার পর্যন্ত বাড়ানোর। সেই মতোই ভারতীয় রেল এই সিদ্ধান্ত নিল। এবার তা যাবে কোচবিহারের হলদিবাড়ি পর্যন্ত।
আরও পড়ুন-নিম্নচাপ শক্তিশালী হচ্ছে বাড়বে বৃষ্টির আরও প্রকোপ
বর্ষায় পাহাড়ের রূপ অতি সুন্দর। তাই এইসময় পর্যটকদের প্রিয় ডেস্টিনেশন শৈলশহর দার্জিলিং। যাঁরা ট্রেনে করে পৌঁছে যেতে চান পাহাড়ের দেশে, তাঁদের সুবিধা দিতে এবার পরিষেবাকে আরও বাড়াল ভারতীয় রেল। এর ফলে উত্তরবঙ্গবাসীর সুবিধা হবে। যাঁরা তরাই বা ডুয়ার্সের দিকে যেতে চান, সেক্ষেত্রে এই ট্রেনের নতুন যাত্রাপথ তাঁদেরকে সুবিধা দেবে। রেল বোর্ডের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ১৫ অগাস্ট থেকেই শিয়ালদহ থেকে কোচবিহারের হলদিবাড়ি পর্যন্ত যাতায়াত করবে দার্জিলিং মেল।