সংবাদদাতা, বাঁকুড়া : বাঁকুড়া জেলার কুচিয়াকোলে দুই অনাথ ভাই-বোনের অ্যাকাউন্টে টাকা ঢুকল। যাদের ১০০ দিনের কাজের টাকা বাকি ছিল, তাদের দু’ বছরের টাকা মুখ্যমন্ত্রী দিয়েছেন। এই জবকার্ড হোল্ডার দুই নাবালকের বাবা-মা ১০০ দিনের কাজের টাকা জীবিত অবস্থায় পাননি। দিনমজুরি করতে করতে খাবারদাবার না খেয়ে মায়ের বুকে মারণ রোগ হয়। দু’মাস আগেই তাঁর মৃত্যু হয়েছে। বাবার মৃত্যু হয়েছে পাঁচ বছর আগে। মায়ের ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দেয়নি।
আরও পড়ুন-দেবাংশুর নতুন খেলা হবে গান গলা মেলালেন আপামর জনগণ
আজ মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের সেই টাকা দিলেন সন্তানদের। স্থানীয় বিডিও, ব্লক সভাপতি সকলেই অনাথ রিয়া ও তার ভাইকে সবরকমভাবে সাহায্য করে চলেছেন। শুধু এনআরআই নন, বাঁকুড়া জেলায় মোট সাড়ে চার হাজার জবকার্ড হোল্ডারের মৃত্যু হয়েছে, যাঁরা জীবিত অবস্থায় পাননি সেই টাকা। মুখ্যমন্ত্রী এক এক করে মিটিয়ে দিচ্ছেন। রিয়া বলেন, এই টাকা যদি সময়মতো পেতাম, মা হয়তো জীবিত থাকত। এক মাকে হারিয়ে আরেক মা মমতাকে পেয়েছি। এই টাকায় বেশ কিছুদিন সংসার চলবে।