মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের নিশানায় রয়েছেন ভারতের বেশ কয়েকজন শীর্ষনেতা ও শিল্পপতি। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এই খবর দিয়েছে। এনআইএ ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করেছে। ওই এফআইআর-এ বলা হয়েছে, ভারতে বড় মাপের হামলা চালাতে একটি বিশেষ ইউনিট তৈরি করেছে দাউদ।
আরও পড়ুন-প্রার্থিপদ ত্যাগ, ভাটপাড়ায় ফের ভাঙন পদ্মে
বিস্ফোরক ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এই হামলায় ব্যবহার করা হবে। নেতা ও শিল্পপতিদের উপর হামলার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে দাউদের টিম অস্থিরতা তৈরির চেষ্টা চালাবে। দু’দিন আগে দাউদের ভাই ইকবাল কাস্করকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভাইয়ের গ্রেফতারির বদলা নিতেই দাউদের এই পরিকল্পনা। দাউদের ভাইয়ের বিরুদ্ধে জঙ্গিদের মদত জোগানো এবং অর্থসাহায্য করার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরেই তাকে খুঁজছিল ইডি। শেষ পর্যন্ত দু’দিন আগে তাকে গ্রেফতার করা হয়।