মাধভি হিডমার মৃত্যুর পর অন্ধ্রে আরও ৭ মাওবাদী নিহত

Must read

মঙ্গলবার মাওবাদী শীর্ষনেতা মাধভি হিডমার মৃত্যুর পরে বুধবার নিরাপত্তাবাহিনী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও ৭ মাওবাদী নিহত হয়েছেন বলে খবর। মঙ্গলবার, থেকেই অন্ধ্রপ্রদেশের (Maoists Killed_Andhra pradesh) মেরেদুমিল্লির জঙ্গলে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী। সেই অভিযানেই এই মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায় ৩ মহিলা সদস্যও রয়েছেন।

আরও পড়ুন- ফের ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের পুলিশি অত্যাচার

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবারের পর বুধবার সকালেও অন্ধ্রপ্রদেশের (Maoists Killed_Andhra pradesh) আল্লুরি সীতারামা রাজু জেলায় মারেদুমিল্লির জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই শুরু হয়। অন্ধ্রের গোয়েন্দাকর্তা এডিজি মহেশচন্দ্র লাড্ডা জানিয়েছেন, মঙ্গলবার ৭ মাওবাদীর মৃত্যুর পরে বাকিদের খোঁজে জঙ্গল ঘিরে তল্লাশি চালানো হচ্ছিল। রাতভর তল্লাশির পরে এদিন ভোরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে মাওবাদীরা গুলি চালাতে শুরু করেন বলে অভিযোগ। পাল্টা গুলি চালায় বাহিনীও। গুলির লড়াইয়ে ৭ মাওবাদীর মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের। দলের অন্য সদস্যদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। নিহতদের মধ্যে তিন মহিলা মাওবাদী রয়েছেন বলেও জানিয়েছেন এডিজি। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত একজনের পরিচয় জানতে পারা গিয়েছে, তিনি মাওবাদী নেতা মেতুরি জোখা রাও ওরফে টেক শংকর। অন্ধ্র-ওড়িশা সীমান্ত অঞ্চলের এরিয়া কমিটির সদস্য। অস্ত্র তৈরির পাশাপাশি মাওবাদীদের প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন টেক শংকর। অভিযানে অন্ধ্রপ্রদেশের এনটিআর, কৃষ্ণা, কাকিনাড়া, কোনাসিমা এবং এলুরু জেলা থেকে মোট ৫০ মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে ৪৫টি অস্ত্র, ২৭২ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন-সহ বিপুল পরিমাণ বিস্ফোরক।

Latest article