প্রাপ্য ৫০০ টাকা মজুরি চাওয়ায় বিজেপি রাজ্যে দিনমজুরকে মারধর করে খাওয়ানো হল প্রস্রাব

একপ্রকার চাপে পড়েই অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ।

Must read

মধ্যপ্রদেশে (Madhya Pradesh) শিবপুরী জেলায় কারেরা থানা এলাকার বাগেদারি গ্রামে কাজের বিনিময়ে ৫০০ টাকা মজুরি চাওয়ায় এক দিনমজুরকে মারধরের পর প্রস্রাব খাওয়ানোর অভিযোগ উঠল। ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে সেটি নেওয়া হয়নি বলে জানান সেই দিনমজুর। ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদ জানাতে ভীম আর্মি পথে নামে। একপ্রকার চাপে পড়েই অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। গ্রেফতারও করা হয় অভিযুক্তকে।

আরও পড়ুন-সাতসকালে চিলিতে ভয়ঙ্কর ভূমিকম্প

১৪ জুলাই জমিতে কীটনাশক ছড়ানোর কাজ করছিলেন রাজেশ নামের এই দিনমজুর। কাজ শেষ করে দিনমজুরি হিসাবে ৫০০ টাকা চান তিনি। কিন্তু সেটা দিতে অস্বীকার করেন অভিযুক্ত রামসিংহ ঠাকুর। প্রাপ্য মজুরি না দেওয়ার কারণ নিয়ে প্রশ্ন তোলায় রামসিংহ তেড়ে ওঠেন। রাজেশকে রীতিমত শাসান তিনি। হতাশ হয়ে রাজেশ বাড়ি চলে যান। কিন্তু ঘটনা এখানেই শেষ করেননি রামসিংহ। কিছুক্ষণ পর কয়েকজনকে সঙ্গে করে রাজেশের বাড়ি চলে গেলেন তিনি। রাজেশকে জোর করে বাড়ি থেকে টেনে বের করে মারধর শুরু করেন। জুতোর মধ্যে প্রস্রাব ভরে সেটা খেতে বাধ্য করা হয়। ১৫ জুলাই এই ঘটনার ভিত্তিতে রাজেশ থানায় যান। যদিও পুলিশ বিরূপ মনোভাব দেখায়। অভিযোগের কোনও ভিত্তি নেই বলে তাঁকে থানা থেকে বের করে দেওয়া হয়। সঠিক বিচার না পেয়ে তিনি ভীম আর্মির দ্বারস্থ হন। এরপরেই ভীম আর্মির সমর্থকেরা অভিযুক্তের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করেন। এফআইআর করার দাবি তোলা হয়। চাপের মুখে মামলা রুজু করে তাঁকে অবশেষে গ্রেফতার করে পুলিশ।

Latest article