প্রতিবেদন : উত্তরপ্রদেশের নয়ডার ওষুধ প্রস্তুতকারী সংস্থা মারিয়ন বায়োটেকের বিরুদ্ধে এবার রাজ্য সরকারগুলিকে সতর্ক করে দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। নয়ডার এই সংস্থার ওষুধের নমুনা পরীক্ষায় পাশ করতে পারেনি বলে স্পষ্ট জানিয়েছে ডিসিজিআই। উজবেকিস্তানে শিশুমৃত্যুর পর থেকেই বিষয়টি নজরে ছিল তাদের। ইতিমধ্যেই ভারতের স্বাস্থ্যমন্ত্রককে ১৮ জন শিশুর মৃত্যুর বিস্তারিত তথ্য পাঠিয়েছে উজবেকিস্তান সরকার।
আরও পড়ুন-যোগীরাজ্যে গরু পাচারকারী সন্দেহে ট্রাকচালককে গুলি
উল্লেখ্য, উজবেকিস্তানের গবেষণাগারে পরীক্ষার পর দেখা গিয়েছে মারিয়ন বায়োটেকের কাশির সিরাপে রয়েছে অধিক পরিমাণে রয়েছে বিষাক্ত উপাদান ইথলিন গ্লাইকোল। ওই বিষাক্ত উপাদানের জন্যই শিশুদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এর পরেই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে রাজ্যগুলিকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, মারিয়ান বায়োটেকের ওষুধের নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, ৩৩টি নমুনার মধ্যে ২৪টি নমুনার গুণমান পর্যাপ্ত নয় এবং ২২টি নমুনায় ভেজাল রয়েছে। একই সঙ্গে দিল্লির মায়া কেমটেকের থেকে ওষুধ তৈরির কাঁচামাল না কেনার নির্দেশ দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল।