পার্ক স্ট্রিটের হোটেল থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার

Must read

শুক্রবার সকালে পার্ক স্ট্রিট (Park Street) রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে এক যুবকের পচাগলা দেহ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে খবর, হোটেল কর্মীরা ঘর থেকে অস্বাভাবিক দুর্গন্ধ পেয়ে কর্তৃপক্ষকে খবর দেন। পুলিশ গিয়ে বক্স খাটের ভিতর থেকে দেহটি উদ্ধার করে। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের নাম রাহুল লাল।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত যুবক ও কয়েকজন সঙ্গী কিছুদিন আগে হোটেলের রুমে এসেছিল। সঙ্গীরা চলে গেলেও যুবক থেকে যান। কিন্তু বেশ কয়েকদিন তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে হোটেলের বক্স খাটের মধ্যে থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে।

আরও পড়ুন-শুল্কের বিরুদ্ধে বিজ্ঞাপন! রেগে কানাডার সঙ্গে বাণিজ্য সংক্রান্ত আলোচনা বাতিল ট্রাম্পের

কলকাতা পুলিশের হোমিসাইড শাখা তদন্তে নেমেছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে রিপোর্ট আসলে আসল কারণ প্রকাশ্যে আসবে। এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছেন যে, শহরের ব্যস্ত এই হোটেলে নিরাপত্তা ব্যবস্থা যথাযথ নয়।

Latest article