রাস্তার ওপর পড়ে এক যুবকের মৃতদেহ। যুবকের শরীরে নেই কোন আঘাতের চিহ্ন। ঘটনাটি উল্টোডাঙার। ঘটনাকে কেন্দ্র করে মানিকতলায় (Manicktala kolkata) একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম বাবলু সরদার। পেশায় ওই যুবক বার সিঙ্গার। মানিকতলা (Manicktala kolkata) থানার ধোপার মাঠ এলাকার বাসিন্দা। প্রগতি ময়দানের স্পাইস গ্র্যান্ড বারে গান গাইতেন বাবলু।
প্রতিদিনের মতোই সন্ধায় কাজে বেরিয়েছিলেন বাবলু সরদার। তবে প্রতিদিনের মতো এদিন রাতে আর বাড়ি ফেরা হয়নি তাঁর। শুরু হয় খোঁজাখুঁজি। এরপর বাড়ি কিছুটা দূরে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কলকাতার আরজিকর হাসপাতালে সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।
মৃত ওই ব্যক্তির বাবা-মায়ের দাবি তাদের ছেলেকে খুন করা হয়েছে। অভিযোগের তীর যুবকের স্ত্রী সরস্বতীর বিরুদ্ধে। জানা যাচ্ছে , ১২ বছর আগে বাবলুর সঙ্গে বিয়ে হয় সরস্বতীর। দু’টি সন্তানও রয়েছে তাঁদের। যদিও স্বামীকে খুনের অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন ওই গৃহবধূ। এই ঘটনার তদন্ত শুরু করেছে উল্টোডাঙা থানার পুলিশ। কীভাবে মৃত্যু হল বাবলুর, সে বিষয়ে এখনই কিছু বলতে নারাজ তদন্তকারীরা। ময়নাতদন্ত রিপোর্টে হাতে আসার অপেক্ষায় রয়েছে পুলিশ।
তবে ওই ব্যক্তির মৃত্যুর কারণ নিয়ে ক্রমশই রহস্য দানা বেঁধেছে। একাধিক পারিবারিক এবং ব্যক্তিগত সমস্যায় জর্জরিত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। এদিন ভোর রাতে কী করে তার মৃত্যু হলো তা ময়না তদন্তের পরই জানা যাবে। ইতিমধ্যেই আরজিকর হাসপাতাল থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মুরারিপুকুর রডের একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাবুলের পরিবারের সদস্যদের পাশাপাশি তাঁর কর্মস্থলের সহকর্মীদেরও।