ভোটার তালিকায় মৃতও, ১২০০ জন ভুতুড়ে ভোটার

এখানেই শেষ নয়, প্রায় দুই যুগ আগে ঘটিবাটি বিক্রি করে পাড়ি দিয়েছেন অন্য রাজ্যে। তবুও ভোটার তালিকা থেকে নাম বাদ যায়নি তাঁদের

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : বহুকাল আগে মরে ভূত যে মানুষ, ভোটার তালিকায় তিনি রীতিমতো জীবিত। তালিকায় জ্বলজ্বল করছে নাম। এখানেই শেষ নয়, প্রায় দুই যুগ আগে ঘটিবাটি বিক্রি করে পাড়ি দিয়েছেন অন্য রাজ্যে। তবুও ভোটার তালিকা থেকে নাম বাদ যায়নি তাঁদের। দলের নির্দেশে প্রতিটি বুথে ঘুরে তৃণমূলের হাতে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। পাহাড়পুর তৃণমূল অঞ্চল সভাপতি মকবুল হোসেনের নেতৃত্বে প্রতিটি বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে শুরু হয় সার্ভে। সেই সার্ভেতে উঠে আসে একের পর এক এমনই ভয়ঙ্কর তথ্য।

আরও পড়ুন-অভিষেকের প্রশ্নে নিরুত্তর কেন্দ্র

অঞ্চল সভাপতি মকবুল হোসেন জানান, “পাহাড়পুর অঞ্চলের ভগৎ সিং কলোনির ২২১ নম্বর বুথে চারজন এমন রয়েছেন যাঁরা কুড়ি-পঁচিশ বছর আগে অসমে চলে গেছেন কিন্তু এখনও তাঁদের নাম রয়েছে ভোটার তালিকায়। আবার ১৮ নম্বর ওয়ার্ডের ২০৫ নম্বর বুথে ১৫৩ জন এবং একই ওয়ার্ডের ২০৭ নম্বর বুথে ১২৮ জন মৃত ভোটারের হদিশ পাওয়া যায়। দলের নির্দেশে স্ক্রুটিনিতে বেরিয়ে এই এলাকা থেকে এখনও পর্যন্ত ১২০০ জনেরও বেশি মৃত মানুষের নাম কী করে রয়ে গেল তা সত্যি বিস্ময়।’’ তৃণমূলের ধারণা, এই এলাকা থেকে আরও ভুতুড়ে ভোটারের খোঁজ মিলবে।

Latest article