আইআইএমের হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত ছাত্র

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM), বেঙ্গালুরুর (আইআইএম-বি) হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হল ২৯ বছরের এক ছাত্রের।

Must read

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM), বেঙ্গালুরুর (আইআইএম-বি) হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হল ২৯ বছরের এক ছাত্রের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিলয় কৈলাশভাই পটেল নামে ওই পড়ুয়ার দুর্ঘটনাবশত পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। যদিও পড়ুয়াদের একাংশের বক্তব্য আত্মঘাতী হয়েছেন তিনি। জাতপাতের বিভেদ এই জন্য দায়ী বলেই অভিযোগ করেন তারা। পুলিশ যদিও সেই বিষয়টিকে এতটা গুরুত্ব দিতে নারাজ। ঘটনাস্থল থেকে বা পড়ুয়ার হস্টেলের ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায় নি।

আরও পড়ুন-যোগীরাজ্যে ন্যক্কারজনক ঘটনা, মর্গে টেনে হিঁচড়ে নেওয়া হচ্ছে মৃতদেহ

জানা গিয়েছে, নিলয় সুরাতের বাসিন্দা। শনিবার রাতে বন্ধুদের সঙ্গে নিজের ২৯তম জন্মদিন পালন করেছিলেন তিনি। এক বন্ধুর ঘরে কেক কেটে রাত ১২টার পরে নিজের ঘরে ফেরেন। এরপরেই রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ হস্টেলের উঠোনে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। নিরাপত্তারক্ষীরা তাঁকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এর মধ্যেই সর্বভারতীয় ওবিসি পড়ুয়া সংগঠন (এআইওবিসিএসএ) আইআইএম-বির থেকে জবাব চেয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ট্যাগ করে ঘটনাটিতে নজর দেওয়ার আর্জি জানান হয়।

Latest article