প্রতিবেদন : রাজ্য সরকারের সমুদ্রসাথী প্রকল্পের জন্য আবেদনের সময়সীমা বাড়ছে। ১৫ জুলাই পর্যন্ত ওই প্রকল্পের জন্য আবেদন করা যাবে বলে রাজ্যের মৎস্য দফতরের তরফে জানান হয়েছে। লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি জারি থাকার কারণে বহু মানুষ ওই প্রকল্পের জন্য আবেদন করতে পারেননি। যা নিয়ে প্রকাশ্য জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেন। কেননা সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের জন্য চালু হওয়া ওই প্রকল্পের জন্য আবেদন খুবই কম পড়েছে।
আরও পড়ুন-শক্তিপীঠ মমতাময় বাংলায় পুরুষতান্ত্রিক সংঘশক্তির ঠাঁই নেই
এই অবস্থায় গত আড়াই মাস ধরে ভোট প্রক্রিয়া চলায় সমুদ্রসাথী প্রকল্পে আবেদনের পোর্টাল বন্ধ ছিল। তাই ওই প্রকল্পের জন্য নতুন করে কেউ আবেদনও জানাতে পারেননি। ভোট মিটতেই আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নিয়েছে নির্বাচন কমিশন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আদর্শ আচরণবিধি প্রত্যাহার হতেই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন সমুদ্রসাথী প্রকল্পের জন্য আবেদনের সময়সীমা যেন ১৫ জুলাই অবধি বাড়িয়ে দেওয়া হয়। সেই মোতাবেক সমুদ্রসাথী প্রকল্পে আবেদনের মেয়াদ বাড়ানোর নির্দেশিকা জারি করা হয়েছে। আবেদনপত্র নেওয়ার কাজ সম্পূর্ণ হলে সেসব স্ক্রুটিনি করে উপভোক্তাদের তালিকা তৈরি করা হবে। তারপর তাঁদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী এই প্রকল্প ঘোষণা করার পর থেকে ব্যাপক সাড়া পড়েছে মৎস্যজীবীদের মধ্যে। কিন্তু আদর্শ আচরণবিধি জারি থাকায় সমস্যায় পড়েন রাজ্যের অসংখ্য মৎস্যজীবী পরিবার। এবার তাঁদের সেই সমস্যা মিটতে চলেছে।