গত মাসে শেষ হওয়া অষ্টম দুয়ারে সরকার কর্মসূচির সুবিধা যোগ্য প্রাপকদের হাতে পৌঁছে দিতে ডেডলাইন বেঁধে দিল রাজ্য সরকার। আজ, বুধবারের মধ্যেই ১০০ শতাংশ পরিষেবা নিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব বি পি গোপলিকা। দুয়ারে সরকার কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পরেও ব্লকস্তরে জনসংযোগ কর্মসূচি চলছে গত ২০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই কর্মসূচির মাধ্যমে ২০টি পরিষেবা সাধারণ মানুষকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।
তবে এবার দুয়ারে সরকার কর্মসূচিতে পরিষেবা পৌঁছে দিতে যাতে কোনও টালবাহানা না হয়, তার জন্য আবারও কড়া নির্দেশ দিলেন মুখ্যসচিব। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ২০টি প্রকল্পের ১০০ শতাংশ পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। বাকি প্রকল্পগুলোর পরিষেবা এখনও ১০০ শতাংশ হয়নি। তার জেরেই পরিষেবা দ্রুত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অষ্টম দুয়ারে সরকার কর্মসূচিতে মোট আবেদন জমা পড়েছে ৭৩ লক্ষ ৮০ হাজার ১০১টি। যার মধ্যে নিষ্পত্তি হয়েছে ৭২ লক্ষ ৫৫ হাজার ৪৪৩টি আবেদনের। অর্থাৎ ৯৮.৩১ শতাংশ আবেদনেরই নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৬৪ লক্ষ ১১ হাজার ৮৩৩ জন আবেদনকারীকে পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। অর্থাৎ ৮৬.৮৮ শতাংশ ক্ষেত্রেই পরিষেবা দেওয়ার কাজ সম্পন্ন। বাকি যে সামান্য অংশের উপভোক্তাদের হাতে পৌঁছয়নি পরিষেবা, তাদেরও দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ জেলাশাসকদের দিয়েছেন মুখ্যসচিব।
আরও পড়ুন- BSF-এর নয়, জেলাশাসক দেবেন ‘ইনার কার্ড’-এর পারমিট: বালুরঘাটে ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, গত ডিসেম্বরে রাজ্য জুড়ে দুয়ারে সরকার কর্মসূচির আয়োজন করা হয়। কিন্তু পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সরকারি আধিকারিকদের একাংশের গড়িমসি নিয়ে উষ্মা প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি জেলাশাসকদের নিয়ে এক বৈঠকেও তিনি এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে, নির্দিষ্ট আইনের ধারা উল্লেখ করে দোষী কর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন। তারপরেই এই বিষয় নিয়ে কঠোর অবস্থান নিল নবান্ন।