৩ দিন, নিউ মার্কেট থেকে পুজোয় বসা হকারদের সরার জন্য বেঁধে দেওয়া হল সময়সীমা

Must read

নিউ মার্কেটের (New Market) হকারদের সরে যাওয়ার জন্য বেঁধে দেওয়া হল সময়সীমা। নিউ মার্কেটের রাস্তায় বসা হকারদের সরে যেতে হবে পয়লা ডিসেম্বর অর্থাৎ আগামী রবিবারের মধ্যে। বৃহস্পতিবার কলকাতায় হকার নিয়ন্ত্রণের জন্য গঠিত টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যবস্থা নেওয়ার জন্য নিউ মার্কেট থানার ওসি-র কাছে অনুরোধ জানিয়েছেন বৈঠকে অংশগ্রহনকারী বিভিন্ন হকার সংগঠনের প্রতিনিধিরা।

এই ইস্যুতে কলকাতা পুরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, “বৈঠকে সমীক্ষায় শনাক্ত হওয়া ৫৪ হাজার হকারকে ৩ মাসের মধ্যে পরিচয়পত্র এবং ভেন্ডিং সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পুজোর সময় রাস্তায় বসা হকারদের সরানো নিয়ে আলোচনা হয়ছে পুলিশের সঙ্গে।”

আরও পড়ুন- KIFF শুরু ৪ ডিসেম্বর থেকে, সিনে উৎসবের ফোকাস কান্ট্রি ফ্রান্স

হকার সংগ্রাম কমিটির নেতা শক্তিমান ঘোষ জানান, “পুজোর আগে অভিযান করে নিউ মার্কেটের (New Market) রাস্তা যেরকম করা হয়েছিল সেই জায়গায় ফিরিয়ে আনতে হবে। পুজোর জন্য ছাড় পেয়ে কিছু হকার রাস্তায় বসেছিলেন। তাঁদের উঠে যাওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।”

Latest article