পয়লা বৈশাখে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত বহু কিশোর

যাদের মৃত্যু হয়েছে, তাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। মহারাষ্ট্রের রাইগড় জেলার পুরনো মুম্বই-পুনে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।

Must read

পয়লা বৈশাখের সকালে শনিবার ভোর ৪ঃ৫০ মিনিটে ভয়াবহ পথ দুর্ঘটনায় বাস যাত্রী (Bus accident) ১২ কিশোর এবং যুবকের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে আহত হয়েছেন আরও ২৭ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি গানের দলের সদস্যদের অনুষ্ঠান শেষ করে মুম্বই নিয়ে যাওয়ার জন্য রওনা হয়েছিল। মাঝরাস্তায় খোপোলি থানা এলাকার সিংঘোবা মন্দিরের কাছে হঠাৎ করেই পাহাড়ি রাস্তার খাদে পড়ে যায়।

আরও পড়ুন-সভাস্থলে আচমকা বিস্ফোরণ, কোনমতে রক্ষা পেলেন জাপানের প্রধানমন্ত্রী

যাদের মৃত্যু হয়েছে, তাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। মহারাষ্ট্রের রাইগড় জেলার পুরনো মুম্বই-পুনে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। বাসে ‘বাজি প্রভু ভাদাক গ্রুপ’ নামে একটি গানের দলের সদস্যরা ছিলেন। তাঁরা অনুষ্ঠান করতে মুম্বইয়ের গোরেগাঁ থেকে পুনের পিমরি জেলায় গিয়েছিলেন । বাসটি রাত ১’টা নাগাদ পুনে থেকে মুম্বইয়ের গোরেগাঁর ফেরার জন্য রওনা দেয়। মুম্বই থেকে ৭০ কিলোমিটার দূরে রাতের অন্ধকারে খোপোলি এলাকায় খাদে পড়ে যায়।

আরও পড়ুন-নববর্ষে হারিয়ে যাচ্ছে বাংলা ক্যালেন্ডার

স্থানীয় প্রশাসন সূত্রে খবর আহত ২৭ জনকে খোপোলি গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এদিন সকালেই। মৃতদের উদ্ধারের কাজ করছে স্থানীয় প্রশাসন এবং একটি ট্রেকারদের দল।

Latest article