প্রতিবেদন : আরও এক মৃত্যু, আরও একজন বাবা-মায়ের কোল খালি হল। স্বামীকে হারাল সদ্য একবছর বিবাহিত স্ত্রী। ঘটনাস্থল সেই আরজি কর। কারণ আবার সেই বিনা চিকিৎসা। আরজি কর হাসপাতালে বছর ২৩-এর যুবকের বিনা চিকিৎসায় মৃত্যুতে হাহাকার বাবা-মায়ের। গত মঙ্গলবার জ্বর নিয়ে নদীয়ার গিলা পোলের বাসিন্দা নন্দ বিশ্বাসকে ভর্তি করানো হয়েছিল আরজি করে। কিন্তু তেমনভাবে পরিষেবা পায়নি যুবক। মৃতের ভাইয়েরা অভিযোগ করে জানান, বৃহস্পতিবার সকাল থেকেই অবস্থার অবনতি হয়, মল-মূত্র বন্ধ হয়ে যায়, মুখ থেকে গ্যাঁজলা বেরোতে শুরু করে দাদার। বহুবার বলেও কোনও চিকিৎসক বা নার্সের খোঁজ মেলেনি। বহুক্ষণ বিনা চিকিৎসায় পড়ে থাকার পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে বছর ২৩-এর নন্দ। এরপর চিকিৎসক এসে মৃত বলে ঘোষণা করেন। মৃতের বাবার অভিযোগ, তাঁর ছেলেকে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছিল। চিকিৎসা যদি তারা না-ই করতে পারবে তাহলে অন্তত বলে দিতে পারত!
আরও পড়ুন-ন্যায় বিচার চাই, তবে সচল থাকুক পুজোর অর্থনীতি
তাঁর কথায়, আমরা গরিব মানুষ। বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। সরকারি হাসপাতালগুলো যদি পরিষেবা না দেয় তাহলে আমরা কোথায় যাব! আমার ছেলেটাকে ওরা বিনা চিকিৎসায় মেরে ফেলল। পরিবারের দাবি, আরজি করের চিকিৎসকেরা সাফ জানান, আপনারা জানেন এখানে চিকিৎসা হচ্ছে না, গন্ডগোল চলছে, তাহলে কেন রোগীকে নিয়ে এসেছেন?