swasthyaপ্রতিবেদন : পথ-দুর্ঘটনায় মৃত্যু নিয়ে এবার ডেথ অডিট (Death Audit) বাধ্যতামূলক। এই মর্মেই বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্যভবন। প্রতি সপ্তাহে পথ-দুর্ঘটনায় (Death Audit) কতজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে অডিট রিপোর্ট বানিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে পাঠাতে হবে। রিপোর্টে উল্লেখ করতে হবে, কিভাবে মৃত্যু হয়েছে, কতটা রক্তক্ষরণ হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ, দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে দূরত্ব কত এবং সেখানে পৌঁছতে কত সময় লেগেছে ইত্যাদি। এই নিয়ে স্বাস্থ্য সচিবের তরফে প্রত্যেকটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির অধ্যক্ষ-উপাধ্যক্ষ এবং জেলার হাসপাতালগুলির সুপারদের চিঠি পাঠানো হয়েছে।
আরও পড়ুন- সচিব পর্যায়ে রাজ্যে আবার বড় রদবদল