বড়বাজার কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৪

যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। যাঁরা ছাদে উঠে গিয়েছিলেন, তাঁদের জন্য হাইট্রোলিক ল্যাডার ব্যবস্থা করা হয়।

Must read

স্টিফেন কোর্ট, আমরির স্মৃতি আরো একবার তাজা করে দিল মেছুয়া বাজার (Mechuabazar)।গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মেছুয়া বাজার সংলগ্ন একটি হোটেলে আগুন লাগে। আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয় এবং অনেকেই হোটেলের ছাদে উঠে যান। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। যাঁরা ছাদে উঠে গিয়েছিলেন, তাঁদের জন্য হাইট্রোলিক ল্যাডার ব্যবস্থা করা হয়। হোটেলের দুই কর্মী প্রাণ বাঁচাতে নিচে ঝাঁপ দেন। তাঁদের একজনের প্রথমে মৃত্যু হয়। পরে যা গিয়েছে আনুমানিক ১৩ জনের শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে। হোটেলে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও মন্ত্রী শশী পাঁজা। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও ঘটনাস্থলে যান। যদিও হোটেল মালিক পলাতক। তাঁর খোঁজ তল্লাশি শুরু হয়েছে। আজ, বুধবার সকালে ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছবে।

আরও পড়ুন-দেশের গৌরব দিঘার জগন্নাথধাম, মহাযজ্ঞ সেরে বললেন মুখ্যমন্ত্রী

তিনটি হাসপাতালে ১৪ জনের মৃতদেহ পাঠানো হয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয় ৪ জনের দেহ। তার মধ্যে একজনের নাম এস মুথ্থু কৃষ্ণন (৬১)। তিনজনের নাম এখনও জানা যায়নি। এনআরএস হাসপাতালে পাঁচজনের দেহ পাঠানো হয়েছে। তাঁদের নাম দীপ্তেন্দ্র রাম (৪৬), পি রাউত (৩ বছর ৮ মাস), পি দিয়া (৮ বছর), প্রণয় পাঠক (১৩) এবং আরাধ্যা আগরওয়াল (২২)। আরজি কর হাসপাতালে পাঁচজনের দেহ পাঠানো হয়েছে। তার মধ্যে একজনের নাম রাজেশ কুমার সান্টুকা, অন্যজনের নাম নীরজ কুমার। বাকি তিনজনের নাম এখনও জানা যায়নি।

Latest article