লাগাতার বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধস ইথিওপিয়ায়! মৃত ২২৯

Must read

ভারী বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধস দক্ষিণ ইথিওপিয়ায় (Ethiopia landslides)। সোম এবং মঙ্গলবার গোফা-সহ দুটি জায়গায় ভূমিধসের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ২২৯ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

এই ঘটনায় প্রধানমন্ত্রী আবি আহমেদ শোকপ্রকাশ করেছেন। বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। আফ্রিকান ইউনিয়নের চেয়ারপার্সন মুসা ফাকি মাহমত জানিয়েছেন, নিখোঁজদের খোঁজ চলছে। বাস্তুচ্যুতদের সাহায্য করা হচ্ছে। ভূমিধসের (Ethiopia landslides) জেরে কাদায় চাপা পড়ার ফলেই মৃতের সংখ্যা বেড়েছে বলে দাবি করা হচ্ছে।

আরও পড়ুন- গুজরাতে ভারী বৃষ্টিতে বাড়ি ভেঙে মৃত ৩ মহিলা, দিল্লিতে জারি হলুদ সতর্কতা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ইথিওপিয়ান। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবারের কথা ভাবছেন। যাদের চিকিৎসার প্রয়োজন তাদের সহায়তার জন্য ডাব্লুএইচও দলও পাঠানো হয়েছে।

Latest article