প্রতিবেদন : অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা উদ্বিগ্ন করে তুলেছে চিকিৎসকদের। কলকাতা সহ জেলার হাসপাতালগুলিতে জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত শিশুদের ভিড় ক্রমশ বাড়ছে। তবে অযথা আতঙ্ক বিপদ বাড়াচ্ছে বলে মত স্বাস্থ্য কর্তাদের। সাম্প্রতিক কালে সব শিশুর মৃত্যু অ্যাডিনো ভাইরাসের সংক্রমণে হয়নি বলে দাবি করেছেন রাজ্যের মেডিক্যাল শিক্ষা বিভাগের অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য।
আরও পড়ুন-উন্নয়নে ভোল বদলাবে জেলা হাসপাতালের
তিনি জানান, বেশিরভাগ শিশুরই মৃত্যু হয়েছে নিউমোনিয়ায়। তিনি বলেন, হাসপাতালগুলিতে বেড বাড়ানোর ব্যাপারে কথাবার্তা চলছে। চিকিৎসার পরিকাঠামো কীভাবে আরও উন্নত করা যায়, তা নিয়েও চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন দেবাশিসবাবু। সোমবার তিনি বি সি রায় শিশু হাসপাতাল পরিদর্শন করেন। করোনার মতোই অ্যাডিনো ভাইরাসের গতিপ্রকৃতি নিয়ে এখনও সংশয়ের মধ্যে রয়েছেন চিকিৎসকরা। তবে আর একটু গরম পড়লেই, এই ভাইরাসের প্রকোপ অনেকটা কমে যাবে বলে চিকিৎসকদের অনেকেই আশাবাদী।