রক্তক্ষয়ী সংঘর্ষে ফের অবরুদ্ধ গাজা। এর আগে বিচ্ছিন্ন হয়েছিল উত্তর গাজা। এবার ইজরায়েলি সেনার গ্রাউন্ড অপারেশনে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ল দক্ষিণ গাজাও। নরকযন্ত্রণার মধ্যে কাটাচ্ছেন গাজাবাসীরা। মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া ইজরায়েলি এয়ারস্ট্রাইকে মৃতের সংখ্যা প্রায় ৫০০ ছুঁয়েছে। ধারাবাহিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই বৃহস্পতিবার মধ্য ও দক্ষিণ গাজার সংযোগকারী করিডরের দখল নেয় ইজরায়েল সেনা।
আরও পড়ুন-৩৫৬ ধারা, ফাঁকা আওয়াজ তুলে বাজার গরম করবেন না
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে তেলআভিভে হামলা চালিয়েছিল হামাস। সেই হামলায় ১২০০ ইজরায়েলির মৃত্যু হয়। ২৫০ জনকে পণবন্দি করা হয়। এর পরেই গাজায় হামাসের বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান শুরু করে নেতানিয়াহুর দেশ। গত দেড় বছর ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে মৃত্যু হয়েছে প্রায় ৭০ হাজার প্যালেস্টাইনি নাগরিকের। ২০২৩-এর অক্টোবরে ইজরায়েলি সেনা নেৎজারিম করিডর দখল করায় কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল উত্তর গাজা। একইভাবে এবার দক্ষিণ গাজাও বিচ্ছিন্ন করতে চাইছে ইজরায়েলি সেনা।
ইতিমধ্যেই হামাসকে কড়া বার্তা দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, আমেরিকার সম্মতি নিয়েই নতুন করে গাজায় অভিযান শুরু করেছে ইজরায়েলি সেনা। পাল্টা, হামাসের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, অবিলম্বে সেনা অভিযান বন্ধ করা না হলে বাকি পণবন্দিদেরও তারা খুন করবে। প্রসঙ্গত, হামাসের কাছে এখনও ৫৯ জন পণবন্দি রয়েছেন। এঁদের মধ্যে অন্তত ২৪ জন জীবিত বলে গোয়েন্দা সূত্রে খবর। এঁদের সকলকেই ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার সময় অপহরণ করা হয়েছিল।