SIR-এর অতিরিক্ত চাপ! কাজ করতে করতে মৃত্যু মুর্শিদাবাদের বিএলও-র

Must read

স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (Murshidabad_SIR) কাজের অত্যাধিক চাপ সহ্য করতে না পেরে এবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের বুথ লেভেল অফিসারের। খড়গ্রাম জেলায় ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ওই বিএলওর নাম জাকির হোসেন (পেশায় শিক্ষক)।

পরিবার সূত্রে জানা যায় প্রথম দিন থেকেই মাত্রাতিরিক্ত কাজের চাপ (Murshidabad_SIR) মানসিকভাবে বিধ্বস্ত করে দিয়েছিল জাকিরকে। রাতের পর রাত জেগে তথ্য আপলোড করতে হচ্ছিল। সার্ভার বিভ্রাটের জেরে বারবার সমস্যায় সময় মতো কাজ শেষ করতে না পারার আশঙ্কা কাজ করছিল তাঁর মধ্যে। বৃহস্পতিবার রাতে কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। পরিবারের শোকের ছায়া।

আরও পড়ুন- ইচ্ছা থাকলেই উচ্চশিক্ষা: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পড়ূয়াদের সংখ্যা পেরলো ১ লক্ষ! খুশি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী

পরিকাঠামোয় ত্রুটি থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ের আগেই যেভাবে কাজ শেষের জন্য বুথ লেভেল অফিসারদের কার্যত চাপ দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে তার জেরে একের পর এক অসুস্থতা ও মৃত্যুর ঘটনা ঘটছে। জাকিরের আত্মীয়দের তরফেও অভিযোগের আঙুল কমিশনের দিকে। মৃতের পরিবারের পাশে রয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সহকর্মী শিক্ষকরা ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, ‘স্কুলের কাজ, প্রশাসনিক চাপ, সব মিলিয়ে আমরা শারীরিকভাবে ভেঙে পড়ছি। এইভাবে বিএলও’র কাজ করানো অন্যায়।’

Latest article