প্রতিবেদন : গাফিলতির জেরে এবার প্রসূতির মৃত্যুর অভিযোগ। ফের কাঠগড়ায় ডাক্তাররা (Doctor)। হাসপাতালের চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে উঠেছে দায়িত্ব নিয়ে টালবাহানার অভিযোগ। রবিবার মেখলিগঞ্জ হাসপাতালের ঘটনা৷ ঘটনার জেরে হাসপাতালে বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা৷ পরে মেখলিগঞ্জ থানার পুলিশ দুই পরিবারের সদস্যকে আটক করেছে। মৃত প্রসূতির নাম সাগরিকা রায়। মেখলিগঞ্জের বাগডোকরা ফুলকাডাবরি অঞ্চলের বাসিন্দা ছিলেন তিনি। অভিযোগ, রাতে শ্বাসকষ্ট হয়েছিল তাঁর৷ প্রসূতি বিভাগের নার্সকে জানানোর পরেও কোনও চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়নি। মৃতার আত্মীয় মনোজ বর্মন বলেন, চিকিৎসার গাফিলতিতে এই মৃত্যু হয়েছে৷ সঠিক সময়ে চিকিৎসক-নার্সেরা পরিষেবা দিলে এই মৃত্যু হত না। শনিবার প্রসবের পরে সুস্থ ছিল সে৷ রবিবার তাঁদের জানানো হয়েছে সাগরিকা মারা গেছেন। এরপরে পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখিয়েছেন৷ মৃতার স্বামী বলেন, স্রেফ ডাক্তারদের গাফিলতির কারণে মারা গেল আমার স্ত্রী। প্রসবযন্ত্রণা নিয়ে শনিবার দুপুরে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রসূতি৷ রাতে পুত্রসন্তানের জন্ম হয়। হাসপাতাল সুপার বলেন, অভিযোগ খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন- ২ ঘণ্টা বৈঠক, অভিভাবকের মতো ডাক্তারদের কথা শুনলেন মুখ্যমন্ত্রী