দিনমজুরের মৃত্যু, ধিক্কার জানিয়ে মিছিল, অবস্থান

এসআইআর আতঙ্কে দিনমজুরের মৃত্যু। অসহায় পরিবার। এসআইআরের নামে কমিশনের অমানবিক কাজের বিরুদ্ধে গর্জে উঠল তৃণমূল

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : এসআইআর আতঙ্কে দিনমজুরের মৃত্যু। অসহায় পরিবার। এসআইআরের নামে কমিশনের অমানবিক কাজের বিরুদ্ধে গর্জে উঠল তৃণমূল। মঙ্গলবার কালিয়াগঞ্জ বিডিও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন দলের নেতা-কর্মীরা। এদিন একটি প্রতিবাদ মিছিলও হয়। নেতৃত্ব দেন মন্ত্রী গোলাম রব্বানি।

আরও পড়ুন-সন্তোষের দল ঘোষণা বাংলার

এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল আহ্বায়ক নিতাই বৈশ্য, পুরসভার পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু, জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার, জেলা পরিষদের সদস্য রামদেব সাহানী, ব্লক সংখ্যালঘু সভাপতি সিরাজুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অঞ্জন ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব৷ উল্লেখ্য, সোমবার দুপুরে ধনকৈল হাটে গরু বিক্রি করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন চাইন্দোইল গ্রামের লক্ষ্মীকান্ত রায় নামে এক দিনমজুর৷ লক্ষ্মীকান্ত রায়ের ২০০২ সালে ভোটার তালিকায় নাম না থাকায় আগামী ১৯ জানুয়ারি বিডিও অফিসে হিয়ারিংয়ের জন্য ডাকা হয় তাঁকে এবং তাঁর ছেলে ও স্ত্রীকে। অভিযোগ, এরপর থেকে আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছিলেন লক্ষ্মীকান্ত রায়। প্রসঙ্গত, ভোটার তালিকায় নাম না থাকা এবং সেই সংক্রান্ত শুনানির দুশ্চিন্তায় প্রাণ হারান কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙা অঞ্চলের চান্দোইল এলাকার বাসিন্দা লক্ষ্মীকান্ত রায় (৫০)। ২০০২ সালের ভোটার তালিকায় লক্ষ্মীকান্ত রায় এবং তাঁর স্ত্রীর নাম ছিল না। মৃত ব্যক্তির ছেলে হীরা রায়ের অভিযোগ, নাম বাদ যাওয়ার আশঙ্কায় এবং শুনানির চিন্তায় গত কয়েকদিন ধরে চরম মানসিক অবসাদে ভুগছিলেন তাঁর বাবা।

Latest article