লেখকের মৃত্যুদণ্ড

জোর করে দেশের মানুষের উপর ইসলামি আইন চাপিয়ে দিচ্ছে প্রশাসন। ইজরায়েলি সংবাদমাধ্যমকে এই কথা বলেছিলেন ইরানের লেখক মেহদি বাহমান।

Must read

জোর করে দেশের মানুষের উপর ইসলামি আইন চাপিয়ে দিচ্ছে প্রশাসন। ইজরায়েলি সংবাদমাধ্যমকে এই কথা বলেছিলেন ইরানের লেখক মেহদি বাহমান। এহেন অপরাধে গুপ্তচরবৃত্তির দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দিল ইরানের মৌলবাদী প্রশাসন। প্রায় মাস দুই আগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। কয়েকদিন আগে ইরানের আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে।

আরও পড়ুন-আবাস-তালিকা নিয়ে বিরোধীদের মিথ্যাচারের বড় জবাব

২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকেই হিজাব বিতর্কে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা ইরান। হিজাব না পরার কারণে পুলিশি হেফাজতে মৃত্যু হয় তরুণী মাহসা আমিনির। তারপরই হিজাব বাধ্যতামূলক করার প্রতিবাদ জানিয়ে পথে নামেন ইরানের সাধারণ মানুষ। প্রতিবাদে সরব হন সেদেশের বিখ্যাত ব্যক্তিত্বরাও। শুধুমাত্র আন্দোলনে অংশ নেওয়ার কারণে একাধিক প্রতিবাদীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ঘটনার নিন্দায় বিশ্ব৷
মৃতদেহ থেকে সার

Latest article