প্রতিবেদন : যাঁকে সন্তান-স্নেহে লালন-পালন করেছিলেন দম্পতি সেই যুবকই প্রাণ নিল মনিবের। ১০ বছর আগে চিৎপুরে (Chitpur) বৃদ্ধ দম্পতি-খুনে অবশেষে দোষীকে ফাঁসির সাজা শোনাল শিয়ালদহ আদালত। বিরলের মধ্যে বিরলতম এই ঘটনা— আখ্যা দিলেন সরকারি আইনজীবী। ২০১৫ সালে চিৎপুরের এক অভিজাত আবাসন থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার হয়। রহস্যমৃত্যু ঘিরে তৈরি হয় চাঞ্চল্য। ওই দম্পতির একমাত্র কন্যা আমেরিকাবাসী হওয়ায় একাই থাকতেন দম্পতি। তাঁদের দেখাশোনা করতেন পরিচারক সঞ্জয় সেন ওরফে বাপ্পা। এছাড়াও পূর্ণিমা বলে একজন পরিচারিকা থাকতেন। পরে সঞ্জয় ও পূর্ণিমার বিয়েও হয়। এরপরেই সম্পত্তির লোভে পরিকল্পনামাফিক ওই দম্পতিকে খুন করে সঞ্জয়। খুন করে নন্দীগ্রামে পালিয়ে সে। কিছুদিন পর ফের কলকাতায় আসে। এরপর অল্পদিনেই ধরা পড়েছিল অভিযুক্ত। বাড়ির কাছে একটি পুকুর থেকে লোহার পাইপ বাজেয়াপ্ত করা হয়। পুলিশের দাবি, ওই পাইপ দিয়ে মেরে মাথা থেঁতলে বৃদ্ধ দম্পতিকে খুন করা হয়। এবার সেই সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শোনালেন বিচারপতি অনির্বাণ দাস।
আরও পড়ুন- ফের সেই বিজেপি-রাজ্য রাজস্থান, প্রাক্তন প্রেমিকের তরবারিতে নৃশংস খুন হলেন স্কুলশিক্ষিকা