সাংসদ অপরূপাকে প্রাণনাশের হুমকি, গ্রেফতার পদ্মনেতা

Must read

সংবাদদাতা, হুগলি : তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে (MP Aparupa Poddar) প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা। সাংসদের ফোনে একটি হোয়াটসঅ্যাপ বার্তা আসে মঙ্গলবার রাতে। এই বার্তায় হুমকির সুরে লেখা ছিল, তুই বাঁচবি তো? এই মেসেজ দেখে বুধবারই পুলিশে অভিযোগ দায়ের করেন সাংসদ অপরূপা পোদ্দার। সাংসদের অভিযোগ পেয়েই তদন্তে নামে শ্রীরামপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে শেওড়াফুলির এক বিজেপি নেতাকে। ধৃত বিজেপি নেতার নাম অম্লান দত্ত। বুধবার এ ব্যাপারে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার ড. অরবিন্দ কুমার আনন্দ জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। অপরূপা পোদ্দার (MP Aparupa Poddar) বলেন, বিজেপি প্রাণনাশের হুমকি দিয়ে ভয় দেখাতে পারবে না। বিজেপি দল যে কোন জায়গায় পৌঁছছে এটা তার প্রমাণ। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিধায়ক অরিন্দম গুইনও বিজেপির এই ঘৃণ্য কাজের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, অম্লান একজন সক্রিয় বিজেপি কর্মী এবং আরএসএস সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। গত পুরো ভোটে বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী হয়ে ভোটের লড়াই করেছিলেন। সাধারণ মানুষ বিজেপির এই ন্যক্কারজনক কাজের সাক্ষী থাকছে। এর প্রভাব পড়বে আসন্ন পঞ্চায়েত ভোটে।

আরও পড়ুন-কয়েকঘণ্টা পরেই সংযোগ যাত্রার আত্মপ্রকাশ অভিষেকের

Latest article