ভয়াবহ হড়পা বান আমেরিকার টেক্সাসে (Texas floods)। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে গুয়াডালুপ নদীতে শুক্রবার রাতে হড়পা বানে এই বিপর্যয়। সেই সময় নদীর ধারে সমার ক্যাম্প চলছিল একটি মেয়েদের স্কুলের। চোখের নিমেষে সেই পড়ুয়াদের ভাসিয়ে নেয় হড়পা বান।
টেক্সাসের (Texas floods) কের কাউন্টি এলাকা জুড়ে হড়পা বানের জেরে বানভাসি অবস্থা। এর ফলে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কাউন্টির সেরিফ। এখনও পর্যন্ত কুড়ি জন নিখোঁজ। এর মধ্যে বেশিরভাগই সামার ক্যাম্পে যোগ দিতে আসা ছাত্রীরা। খুব অল্প সময়ের মধ্যেই বান এসে যাওয়ায় কোনভাবেই পালানোর সুযোগ পাননি তারা।
আরও পড়ুন- কেরলে কমরেডদের কীর্তি কেলেংকারি
তবে শুধুমাত্র সামার ক্যাম্পে যোগ দিতে আসা ছাত্রীরাই নয়, গুয়াডালুপ নদীর পার্শ্ববর্তী ব্যাপক এলাকায় কার্যত ধ্বংসলীলা চলেছে এই বিপর্যয়ে। একের পর এক গাড়ি বানের তোড়ে ভেসে গিয়েছে। বহু মানুষকে গাড়ির ভিতরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। এই বিপর্যয়কে ‘অস্বাভাবিক বিপর্যয়’ বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন।
ঘটনার পরই দ্রুত উদ্ধার কাজ শুরু করে টেক্সাস ডিভিশন ইমারজেন্সি ম্যানেজমেন্ট। দিনের আলো ফুটতেই আকাশপথে শুরু হয় উদ্ধারকাজ। উদ্ধার শুরু হয় মৃতদেহেরও। কোথাও দেখা যায় দীর্ঘ জলপথ পাড়ি দিয়ে গাছে আশ্রয় নেন স্থানীয় বাসিন্দারা। কোথাও ঝুলতে থাকা গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় জীবিতদের। এয়ার লিফ্টের কাজ বৃষ্টির জন্য বাধাপ্রাপ্ত হয়। জলের তোড়ে কোথাকার মৃতদেহ কোথায় ভেসে গিয়েছে। তার কারণে মৃতদের পরিচয় জানতে হিমশিম স্থানীয় প্রশাসন।