ঢাকার বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭, আহত ১৭০

ঢাকার (Dhaka) উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর সোমবার দুপুরে হঠাৎ ভেঙে পড়ে বায়ুসেনার একটি বিমান।

Must read

ঢাকার (Dhaka) উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর সোমবার দুপুরে হঠাৎ ভেঙে পড়ে বায়ুসেনার একটি বিমান। ওড়ার ১২ মিনিটের মধ্যেই এদিন দুর্ঘটনা ঘটে। সারারাত ধরেই উদ্ধারকাজ চলে ওই স্কুলে। ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে আছেন কি না, সেই খোঁজ চলছে। জানা গিয়েছে, এফটি-৭ বিজিআই বিমানটি চিনের একটি সংস্থা চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন তৈরি করে। এই বিমানটি দুই আসন বিশিষ্ট এবং একক ইঞ্জিন যুক্ত এবং সেনাবাহিনী প্রশিক্ষণের কাজে বিমানটি ব্যবহার করে। সোমবার মহড়ার সময় হঠাৎ ভেঙে পড়ে সেটি।

আরও পড়ুন-চ্যাম্পিয়ন কলকাতা পুলিশ

মঙ্গলবার সকাল ৮টা নাগাদ জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী, চিকিৎসক মহম্মদ সায়েদুর রহমান সাংবাদিক বৈঠক করে জানান বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু এবং অধিকাংশেরই বয়স ১২-র কম। মৃতদের মধ্যে বাকি দু’জন বিমানটির পাইলট এবং ওই স্কুলের এক শিক্ষিকা।

আরও পড়ুন-অবমাননা মামলায় বিকাশদের ধুয়ে দিল সুপ্রিম কোর্ট, আদালত রাজনীতির জায়গা নয়

সোমবার দুপুরে ঢাকার কুর্মিটোলার বিমানঘাঁটি থেকে এফটি-৭ বিজিআই বিমানটি উড়েছিল। বিমানে ছিলেন এক জন পাইলট। ওড়ার ১২ মিনিটের মাথাতেই ভেঙে পড়ে বিমানটি। কী ভাবে দুর্ঘটনা ঘটল, সেটা যদিও এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে জানা গিয়েছে বিমানটি ওড়ার পর পরই তাতে যান্ত্রিক ত্রুটি দেখতে পান পাইলট। তিনি বিমানটিকে কোনও ফাঁকা এলাকায় অবতরণ করতে চাইলেও স্কুলের একটি ভবনের উপর ভেঙে পড়ে সেটি।

Latest article