শনিবার গভীর রাতে উত্তর গোয়ার (Goa) বাগা সমুদ্রসৈকতের কাছে আরপোরায় এক জনপ্রিয় নৈশক্লাবে বিধ্বংসী অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজন পর্যটক ছিলেন ও ১৪ জন ক্লাবের কর্মচারী। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। গোয়ার নৈশক্লাবের অগ্নিকাণ্ডের ঘটনায় জেনারেল ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে ঘটনার পর থেকেই নিখোঁজ ক্লাবের মালিকের। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আরও পড়ুন-”শরীর ঠিক থাকলে সব ঠিক থাকবে”, বন্দর এলাকায় ম্যারাথনে দৌড়োলেন ফিরহাদ হাকিম
প্রাথমিক তদন্তে উঠে এসেছে ওই নৈশক্লাবে অগ্নি নিরাপত্তা লঙ্ঘন করা হয়েছে এবং ছিল না দমকলের ছাড়পত্রও (এনওসি)! কিন্তু প্রশ্ন উঠছে তার পরেও কী ভাবে ক্লাবটি চলছিল। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে এই ঘটনায় শোকপ্রকাশ করেছে গোয়া তৃণমূল নেতৃত্ব। লেখা হয়, ”গোয়ার মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল সেই সত্য উৎঘাটন প্রয়োজনীয়।”

