বৈষ্ণোদেবী মন্দিরে যাত্রার পথে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩০। জম্মু ও কাশ্মীরের কাটরায় ভারী বৃষ্টির ফলে ভূমিধস হয়। গতকাল সন্ধে থেকে উদ্ধার অভিযান চলছে। গভীর রাতে ধ্বংসস্তূপ থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। বৈষ্ণোদেবী মন্দিরের যাত্রাপথ ছাড়াও এদিন একাধিক জায়গায় ধস নেমেছে। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে। ভারী বৃষ্টির ফলে বেশ কিছুদিন ধরেই একপ্রকার বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর।
আরও পড়ুন-গান্ধীমূর্তির পাদদেশে প্রস্তুতি বৈঠক টিএমসিপি নেতৃত্বের
আগস্টে মেঘভাঙা বৃষ্টির ফলে হড়পা বান হয়েছিল কিস্তওয়ারে। কাঠুয়ায়ও মেঘভাঙা বৃষ্টির জেরে ধস নেমেছিল। এরপরেই ভারী বৃষ্টির জেরে কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরের যাত্রাপথে ধস নামে। রিয়াসির এসএসপি পরমবীর সিং এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন ভারী বৃষ্টি ফলে ধসে চাপা পড়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে প্রশাসনের তরফে। কিন্তু এই ক্ষেত্রে ক্ষতিগ্রস্তরা প্রশাসনের দিকেই আঙ্গুল তুলছে। বৃষ্টির মধ্যে কেন খোলা ছিল বৈষ্ণোদেবী মন্দির এই নিয়ে প্রশ্ন উঠছে। তবে আপাতত বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধস নামার পড়েই উদ্ধারকাজে নেমেছে NDRF এবং CRPF। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন-দিনের কবিতা
প্রসঙ্গত, বুধবারও বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড় ও নিচু এলাকার বাসিন্দাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। এই অবস্থায় কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে।