ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে বোমা হামলা অব্যাহত জুন্টার! ২০০০ পার মৃতের সংখ্যা

Must read

ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমার (myanmar earthquake) এখন মৃত্যুপুরী। ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে মৃতের সংখ্যা। মৃতের সংখ্যা পেরিয়ে গিয়েছে দু’হাজার। তবে এর মধ্যে ৬০ ঘণ্টা ধ্বংসস্তূপের নীচে থেকেও সুস্থভাবে উদ্ধার করা গিয়েছে এক মহিলাকে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এক বৃদ্ধাকে ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা গিয়েছে।

ভূমিকম্পে মায়ানমারের (myanmar earthquake) সঙ্কটজনক পরিস্থিতির মধ্যেই আবার চলছে বোমাবর্ষণ। আকাশ পথে হামলা চালাচ্ছে জুন্টা সরকার। ভূমিকম্পে ধ্বংস হয়েছে হাজার হাজার বাড়ি। এই অবস্থাতেই সেই দেশের সশস্ত্র গোষ্ঠীগুলি যুদ্ধ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। তবে সামরিক সরকারের হামলায় লাগাম নেই। নাউংচো শহরে তাদের এক ঘাঁটিতে আকাশপথে বোমাবর্ষণ করেছে পাঁচটি সামরিক বিমান। ৪ বছরের গৃহযুদ্ধে ক্রমে অসামরিক নাগরিকদের উপর আকাশপথে হামলার সংখ্যা বেড়েছে।

আরও পড়ুন-আমৃত্যু বাংলার অখণ্ডতাকে বজায় রাখব! ইদে রেড রোডে বার্তা অভিষেকের

এদিকে এক ভূবিজ্ঞানী জানিয়েছেন, যে তীব্রতায় কম্পন হয়েছে তা ৩৩৪টি পরমাণু বোমার ক্ষমতার সমান। এটা কিছুই না। আগামিদিনে আরও খারাপ অবস্থার সম্মুখীন হতে হবে। কারণ মায়ানমারের ভূগর্ভে ইন্ডিয়ান টেকনোটিক প্লেট এখনও ইউরেশিয়ান প্লেটের সঙ্গে অনবরত ঘষা খেয়ে চলেছে। ফলে প্রায় কয়েক মাস ধরে আফটার শক চলতেই থাকবে এই এলাকায়।

অন্যদিকে, ভূমিকম্পের প্রভাব পড়েছে থাইল্যান্ডেও। সেখানে মৃতের সংখ্যা আপাতত ১৮। তবে নির্মীয়মাণ স্কাইস্ক্রেপার ভেঙে পড়ায় আরও ৭৬ জন চাপা পড়ে রয়েছেন বলে খবর। তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে। তবে সেখানেও বাড়তে পারে মৃতের সংখ্যা।

মায়ানমারে এখনও বহু মানুষের মৃতদেহ চাপা পড়ে রয়েছে ধ্বংসস্তূপের নীচে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Latest article