এবার কুমারগঞ্জ, SIR আতঙ্কে মৃত্যু বেড়ে ২০

Must read

প্রতিবেদন : ফের এসআইআর-আতঙ্কে (SIR) আত্মঘাতী! এ নিয়ে এসাআইআর-আতঙ্কে (SIR) মৃতের সংখ্যা দাঁড়াল ২০। এবার ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ। বাড়ি থেকে উদ্ধার হল বৃদ্ধের ঝুলন্ত দেহ। মৃতের নাম ওছমান মন্ডল (৬৫), বাড়ি কুমারগঞ্জ থানার ডাঙ্গারহাট আগাছা এলাকায়। পেশায় কৃষক ওছমানবাবু ছিলেন শান্ত মানুষ। তিন মেয়ের বিয়ে দিয়েছেন, স্ত্রীকে নিয়ে চলছিল তাঁর ছোট্ট সংসার। এসআইআর শুরু হওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন তিনি। পরিবারের অভিযোগ, ওছমানের ভোটার কার্ডে ওছমান মন্ডল থাকলেও ভোটার লিস্টে ওছমান মোল্লা রয়েছে৷ যা নিয়ে তিনি মানসিক ভাবে অস্থির ও আতঙ্কে ছিলেন। সোমবার গভীর রাতে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি। মঙ্গলবার সকালে ঘটনা জানাজানি হতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন এলাকার তৃণমূল নেতৃত্ব। শোকার্ত পরিবারটির পাশে দাঁড়ান তাঁরা। দেহটি উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন-দিল্লি বিস্ফোরণে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট, শাহের ইস্তফা চাইল তৃণমূল

Latest article