আরও খারাপের দিকে যাচ্ছে অসমের বন্যা (Assam floods) পরিস্থিতি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭। ঝড়বৃষ্টি ও বন্যার জেরে ১৯টি জেলায় ক্ষতিগ্রস্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ লক্ষ। কোপিলি, বরাক, কুশিয়ারা-সহ একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ক্ষতিগ্রস্ত একাধিক বাঁধ, রাস্তা ও ব্রিজ। গত কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টির কারণে পরিস্থিতির অবনতি হয়েছে।
আরও পড়ুন- শারীরিক অবস্থার অবনতি, গুরুতর অসুস্থ খালেদা জিয়া
ইতিমধ্যেই একশোটির বেশি ত্রাণশিবির খোলা হয়েছে (Assam floods)। সেখানে ১৫ হাজার মানুষ রয়েছেন। হাওয়া অফিসের আধিকারিকরা জানিয়েছেন, আগামী দু’দিন অসমের অধিকাংশ এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জেলাগুলি হল বাজালি, বক্সা, বরপেটা, বিশ্বনাথ, কাছাড়, দারাং, গোয়ালপাড়া, হাইলাকান্দি, হোজাই, কামরূপ, করিমগঞ্জ, কোকরাঝাড়, লখিমপুর, নওগাঁও, নলবাড়ি, সোনিতপুর, দক্ষিণ সালমারা, তামুলপুর এবং উদালগুড়ি। করিমগঞ্জ জেলার পরিস্থিতি সবচেয়ে খারাপ। ২ লক্ষ ৪০ হাজার মানুষ শুধু এই জেলা থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে।