প্রতিবেদন : নেই রক্ষণাবেক্ষণ। চাঁচল হরিশ্চন্দ্রপুর ৩১ নম্বর জাতীয় সড়ক (National Highway) যেন মরণফাঁদ। জাতীয় সড়কের ওপর অবস্থিত তুলসীহাটা ভবানীপুর এলাকার সার্ভিস রোড, বাংরুয়া, রানি কামাত সহ একাধিক এলাকায় বিপজ্জনক গর্ত তৈরি হয়েছে। রাস্তার মাঝে বৃষ্টির জল জমে ডোবায় পরিণত হয়েছে। রাস্তার কঙ্কালসার অবস্থা বেরিয়ে এসেছে। অভিযোগ, রাস্তা মেরামতের হেলদোল নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের। প্রায় বছর খানেক আগে জাতীয় সড়কের পাথর উঠে গিয়ে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। গর্তে জল জমে ডোবায় পরিণত হয়েছে।
আরও পড়ুন-অশান্ত বাংলাদেশ থমকে গেল রফতানি
এই বর্ষায় রাস্তাটি মরণফাঁদে পরিণত হয়েছে। শতাধিক গ্রামের মানুষ এই রাস্তার উপর দিয়ে যায়। হরিশ্চন্দ্রপুর যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাটি খারাপ হয়ে পড়ে থাকায় অসুবিধায় পড়েছেন গাড়িচালকরা। এই রাস্তা দিয়ে হাসপাতাল, হাইস্কুল, রেলস্টেশন, থানা ও কলেজে যাতায়াত করা হয়। রাস্তা সারানোর জন্য একাধিকবার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি।