বুধবার ডিআই অফিসে হামলা চালায় চাকরিহারারা। ডিআই অফিসে আবেদন জানাতে এসে আক্রমণ। গেটের তালা ভাঙা। ব্যারিকেড ভাঙা। পুলিশকে ঘিরে ধরে মারধর, ইউফর্ম ছিঁড়ে দেওয়া। এই হামলা যখন ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, তখন পুলিশ বাধ্য হয়ে রিঅ্যাক্ট করেছে। হামকারীদের আক্রমণে ৮-৯ জন পুলিশকর্মী আহতও হয়েছেন। এই ঘটনায় একটি ফুটেজ সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে, এক পুলিশ কর্মী শিক্ষককে লাথি মারছেন। এই ঘটনার তদন্ত চলছে বলে গতকালই জানিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
কিন্তু অধ্যাপককে লাথি মারার ঘটনা কয়েকদিন আগেই হয়েছে। অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের কোমরে লাথি মেরেছিলেন বামেদের ছাত্র-গুন্ডারা। যাদবপুরে ঘটেছিল ঘটনাটি। তখন কোথায় ছিলেন বিরোধীরা? কেন চুপ ছিলেন প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।
আরও পড়ুন- মহাবীর জয়ন্তীতে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী ও অভিষেকের
সোশ্যাল মিডিয়ায় দেবাংশু (Debangshu Bhattacharya) লিখেছেন,”একজন শিক্ষককে লাথি মারার চাইতে নিকৃষ্ট ঘটনা হতে পারেনা। এই বিষয়ে সুশীল সমাজ সহ বিরোধীদের প্রতিক্রিয়া ভুল নয়। সমর্থন করছি।
কিন্তু একটা কথা বলবেন? কদিন আগে যাদবপুরে বামেদের ছাত্র-গুন্ডারা যখন দৌড়ে এসে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের কোমরে লাথি মারলেন, তখন এই সুশীল সমাজ চুপ ছিলেন কেন? তখন এই বিরোধীরা মুখ বন্ধ রেখেছিলেন কেন? আমরা তো ওটারও বিরোধিতা করেছি, এটারও বিরোধিতা করছি।
কিন্তু এই সমাজের কিছু ব্যক্তির কাছে কি লাথির প্রকারভেদ আছে? বাকি সব ক্ষেত্রে লাথির প্রতিক্রিয়া একরকম, কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত কেউ লাথি খেলে, সে যতই অধ্যাপক বা শিক্ষক হোক, সে ক্ষেত্রে স্পিকটি-নট থাকতে হবে? আগে নিজেরা নিরপেক্ষ হন। তারপর উল্টো দিকের থেকে নিরপেক্ষতা আশা করবেন।”