মিঠুনের মিথ্যাচারের জবাব দিলেন মানস আর দেবাংশু

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : রীতিমতো তথ্য দিয়ে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty- Debangshu Bhattacharya) মিথ্যাচার ফাঁস করে দিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা ও মন্ত্রী মানস ভুঁইয়া। কয়েকদিন আগে হুড়ার লধুড়কা গ্রামের ময়দানে মিঠুন রাজ্য সরকারের বিরুদ্ধে যুক্তিহীন কুৎসা করে গিয়েছিলেন। শনিবার পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও বিরোধীদের কুৎসার বিরুদ্ধে আয়োজিত সভায় তারই মুখের মতো জবাব দিল তৃণমূল। ব্যঙ্গের সুরে মানস জানান, মিঠুন অতীতে নকশালপন্থী ছিল। তারপর সিপিএম, তৃণমূল হয়ে, এখন প্রাণ বাঁচাতে বিজেপিতে! মানস বলেন, শিল্পায়ন, পানীয় জল, সেচের জল, মেডিক্যাল কলেজ, সুপার স্পেশিলিটি হাসপাতাল, রাস্তাঘাট— কোথায় কাজ হয়নি!

আরও পড়ুন-ইসিএল কর্তৃপক্ষের উদাসীনতা ও দুর্নীতি, রানিগঞ্জে আবার খনি এলাকায় ধস

মিঠুনের (Mithun Chakraborty- Debangshu Bhattacharya) সংলাপ বদলে দেবাংশু বললেন, আপনি বলেন, ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে। আমরা বলি বিনে পয়সায় রেশন দেব এখানে, গ্যাস পুড়বে উঠোনে।’ প্রশ্ন তোলেন কেউ বলতে পারবেন, মোদি সরকার কী দিয়েছে? কিন্তু দিদির দেওয়া কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার— সবাই পাচ্ছেন। ২০১৯-এ তৃণমূল ব্যাট করেছে, ২০২৪-এ আমরা বল করব। জঙ্গলমহলে ওদের চারটে উইকেট আছে। সেগুলো ফেলতে হবে। মিথ্যাচার নয়, কাজ চাই।

Latest article