বঙ্গ

‘ইগো ছেড়ে বাস্তবতাকে বুঝতে শিখতে হবে’,কংগ্রেসকে তোপ দেবাংশুর

হিন্দি বলয়ে কংগ্রেসকে ৩-০ তে হারাতে চলেছে বিজেপি (BJP)। আগেরবার যেখানে তিনটি রাজ্যেই কংগ্রেস (Congress) সরকার গড়েছিল, সেই তিনটি রাজ্যেই এবার এগিয়ে গিয়েছে পদ্ম শিবির। খুব স্বাভাবিকভাবেই আগামী বছর লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের কাছে এটা বড় ধাক্কা তো বটেই। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই বিধানসভা নির্বাচনকে একরকম ‘সেমিফাইনাল’ হিসেবে দেখছিল রাজনৈতিক মহল। ইতিমধ্যেই দিল্লিতে ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকের কথা জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তেলঙ্গানায় বিআরএস-কে হারিয়ে জয়ের দিকে ক্রমশ এগোচ্ছে কংগ্রেস। ফল ঘোষণার আগেই এদিন হায়দরাবাদে এসে পৌঁছলেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিওয়াই শিবকুমার। ছত্তীসগঢ়ে সকালের দিকে কংগ্রেস এগিয়ে থাকলেও, বেলা বাড়তেই পাশা উল্টে গিয়ে অনেকটাই ব্যবধান বাড়িয়েছে বিজেপি।

আরও পড়ুন-টেমস নদী থেকে উদ্ধার ভারতীয় ছাত্রের দেহ

প্রসঙ্গত, হিন্দি বলয়ে কংগ্রেসের এই হার ইন্ডিয়া জোটের মধ্যে তাদের বেশ কিছুটা চাপে রাখবে। এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য নিজের এক্স হ্যান্ডেলে কংগ্রেসকে তোপ দেগে লেখেন, ‘দুঃখের বিষয়, উত্তর ভারতে কংগ্রেসের একটাও ডিকে শিবকুমার নেই। কংগ্রেস তৈরি করতে পারেনি। পারলেও ধরে রাখতে পারেনি। বহুক্ষেত্রে ইগো ছেড়ে বাস্তবতাকে বুঝতে শিখতে হবে। শুধু ভোটের সময় জেগে উঠলে হবে না; সারা বছর মানুষের পাশে থাকতে হবে। এই মুহূর্তে ভারতবর্ষের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিজেপিকে বিজেপির ভাষায় লড়াই ফিরিয়ে দেওয়ার শক্তি আর কজনের আছে?’

আরও পড়ুন-শ্যুটিংয়ে আহত অভিনেতা আল্লু অর্জুন

উল্লেখ্য, নিজের বক্তব্যে তিনি সাফ বুঝিয়ে দিলেন কেন্দ্রের বিজেপি নেতৃত্বের প্রধান বিরোধী হতে পারেন একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনকে সামনে রেখেই ২৮টি বিরোধী দল একজোট হয়েছিল। পটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক বসেছিল। পরবর্তী বৈঠক বেঙ্গালুরুতে হয়। মুম্বইয়ের বৈঠকে ইন্ডিয়া জোটের বিভিন্ন কমিটি গঠন হয়। মাঝে মধ্যেই শরিকি কংগ্রেস ও সমাজবাদী পার্টি একে অপরকে আক্রমণ করেছে। ইন্ডিয়া জোটের ভাঙন নিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। হঠাৎই এবার কংগ্রেস বৈঠকের ডাক দিল।

 

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

25 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago