জঙ্গলমহলে তৃণমূলকে ২৫০ পার করার ডাক দেবাংশুর

দলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান উপলক্ষে জঙ্গলমহলের ৪টি ব্লক ঘুরে এই প্রতিশ্রুতি আদায় করে নিলেন দেবাংশু ভট্টাচার্য।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : আগামী বছর পুজোয় জঙ্গলমহল যেন বিরোধীশূন্য থাকে। পুরুলিয়ায় ৯টি বিধানসভা আসন থাকে তৃণমূলের দখলে। দলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান উপলক্ষে জঙ্গলমহলের ৪টি ব্লক ঘুরে এই প্রতিশ্রুতি আদায় করে নিলেন দেবাংশু ভট্টাচার্য।

আরও পড়ুন-কালীপুজোর আগেই সহরাই ও বাঁধনা পরবের প্রস্তুতি শুরু

শুক্রবার তিনি বলরামপুর, বরাবাজার, বোরো ও বান্দোয়ানের বিজয়া সম্মিলনীতে যোগ দেন। সেখানেই স্পষ্ট করে দেন, বিজেপি হল একটা বগিহীন ট্রেন। ওদের সবাই ইঞ্জিন। তৃণমূলের ইঞ্জিন একটাই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি সবাই বগি। ফলে লাইনচ্যুত হওয়ার ভয় নেই। এদিন দেবাংশু আক্রমণ করেন গদ্দার অধিকারীকে। তিনি বলেন, উনি বিজেপিতে যাওয়ার পর থেকেই ওদের জনপ্রিয়তা কমেছে বলছে পরিসংখ্যান। আগামী নির্বাচনে বিজেপি রাজ্যে কাঁচকলা পাবে। জঙ্গলমহলের বুকে দাঁড়িয়ে দেবাংশু যখন উন্নয়নের কথা বলেন, তখন জনতা হাততালি দিয়ে তাঁকে সমর্থন করেন। মঞ্চে ছিলেন মন্ত্রী সন্ধ্যারানি টুডু, বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি রাজীবলোচন সরেন, সভাধিপতি নিবেদিতা মাহাত, সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলা আইএনটিটিইউসি সভাপতি উজ্জ্বল কুমার, হংসেশ্বর মাহাত, সুমিতা সিং মল্ল প্রমুখ। পরে রাজীবলোচন বলেন, কোনও মিথ্যে নয়, যেসব তথ্য দেবাংশু দিয়েছেন, তা সত্যি। তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন। এদিন জঙ্গলমহলের চারটি সম্মিলনীতেই মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জঙ্গলমহলে তৃণমূলকে আড়াইশো পার করার ডাক দেন দেবাংশু। বরাবাজারের দলীয় ব্লক সভাপতি বিশ্বজিৎ মাহাত নিজে ঘুরে ঘুরে পুরনো তৃণমূল কর্মীদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান।

Latest article