সংবাদদাতা, নন্দীগ্রাম : গোটা বাংলা যখন নববর্ষে বরণে মেতে সেই সময় নন্দীগ্রামে বিরুলিয়া অঞ্চল তৃণমূল পার্টি অফিসে তালা ঝুলিয়ে জবরদখলের চেষ্টা করল বিজেপি। নন্দীগ্রাম ২ ব্লকের এই পার্টি অফিসে মিছিল করে এসে রবিবার সকালে তালা লাগিয়ে দিয়ে যায় বিজেপি। খবর পেয়ে বিকেলেই কর্মী-সমর্থকদের নিয়ে এই পার্টি অফিস গিয়ে তালা ভেঙে খুলে দেন তমলুক লোকসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। বিজেপির যে দুষ্কৃতীরা এমন কাণ্ড ঘটিয়েছে, তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের জন্য নন্দীগ্রাম থানায় বেশ কয়েকজনের নামে এফআইআর করেন সুনীলবরণ জানা।
আরও পড়ুন-বর্ষশেষ ও বর্ষবরণে মেতে উঠল শান্তিনিকেতন
দুষ্কৃতীরা গ্রেফতার না হলে, নন্দীগ্রাম জুড়ে বিজেপির প্রতিটি পার্টি অফিসের সামনে তৃণমূল অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি দেয়। দেবাংশু পার্টি অফিস খুলে দিয়ে যাওয়ার পর, স্থানীয় বিরুলিয়া বাজারে মিছিল করে তৃণমূল। সেই সময় বিজেপিও উল্টো দিক থেকে মিছিল করে আসে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নন্দীগ্রাম থানার আইসি অনুপম মণ্ডল বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে পরিস্থিতি সামাল দেন। পার্টি অফিস খুলে দেওয়ার পর দেবাংশু জানান, নন্দীগ্রামে তৃণমূল কুইক রেসপন্স টিম তৈরি করবে ৫০০ ছেলেমেয়েকে নিয়ে। এই টিম আগামী দু মাস নন্দীগ্রামে কাজ করবে। যেখানেই তৃণমূল পার্টি অফিস বা কর্মীদের উপর হামলা হবে, সেখানে ১৫ মিনিটের মধ্যে ৫০০ জনের এই টিম উপস্থিত হবে। বিজেপির এই গুন্ডামির বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় তৃণমূলের পক্ষে দেবাংশু বলেন, তৃণমূল হিংসা, মারামারি, হানাহানিতে বিশ্বাসী নয়। মুখে গণতন্ত্রের কথা বললেও, বিজেপির কিছু গুন্ডা গদ্দার অধিকারীর পরামর্শে, আমাদের পার্টি অফিসে বিজেপির পতাকা লাগিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। আমরা চাইলে এত মানুষের এই মিছিল নিয়ে এখনই বিজেপি পার্টি অফিসের দিকে যেতে পারতাম। কিন্তু আমাদের নেত্রীর আদর্শ আমাদের সেই কাজ শেখায়নি।