‘১৪ প্রদীপেই মঙ্গল হবে ১৪ তলার’ কুৎসার জবাব দেবাংশুর

ভূত চতুর্দশী উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

Must read

ভূত চতুর্দশী উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ১৪ প্রদীপের প্রসঙ্গ নিয়েই তিনি লিখেছিলেন ‘১৪ তলা নিপাত যাক’। এরপরেই পাল্টা অভিনেত্রীকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। দেবাশিস দত্ত নামে এক ব্যক্তি তাঁর সোশ্যাল হ্যান্ডেলে শ্রীলেখা মিত্রর পোস্টের জবাবে লেখেন, ‘১৪ শাক / ১৪ প্রদীপ / নবান্নের ১৪ তলা / তিনটিই মঙ্গলসূচক / শাস্ত্রে আছে বলা।’ সেই পোস্ট এদিন শেয়ার করেন দেবাংশু ভট্টাচার্য। ক্যাপশনে হৃদয় এর ইমোজি।

শ্রীলেখা মিত্রের এই পোস্টে চৌদ্দ তলা দেখে বোঝাই যাচ্ছে নবান্নের চৌদ্দ তলায় মুখ্যমন্ত্রীর শাসনের অবসানের কথাই তিনি বলেছেন। তবে শক্তির আরাধনার সূচনাতেই এমন এক পোস্টার বিপক্ষেও ঝড় উঠেছে। অনেকেই নিন্দায় সরব হয়েছেন। প্রসঙ্গত শ্রীলেখা মিত্র লিখেছিলেন, ‘চৌদ্দ বাতি , চৌদ্দ শাক । চৌদ্দ তলা , নিপাত যাক’।

Latest article